অল্ট কয়েনে যেরকম ভাবে গেইন হয়, লস হওয়ার সময় সেভাবেই সমান তালে লস হয়। আমিও যে কয়েনগুলো আগে কিনেছিলাম, প্রায় সবগুলোই ১০ গুন ডাউন হয়ে আছে। গতকাল রাতে কয়েনমারকেট ক্যাপ এ লগইন করে পুরাতন পোর্টফোলিও টা দেখলাম, সেখানে এখনকার মার্কেট কন্ডিশন অনুযায়ী আমি অনেক লসে আছি। অবশ্য সেই কয়েনগুলো আমি কম রেটে থাকা অবস্থায় সেল করতে বাধ্য হয়েছিলাম।
আপনার কপাল তো তাও ভালো ভাই আর আমার টা তো আরো খারাপ, জখন আমি মনে মনে প্রেডিক করে রাখি সব ঠিক থাকে বেশির ভাগই, আর যখন ইনভেস্ট করি তখন একেবারে জিরো না হয়ে বের হতে পারিনা

মানে যা নিয়ে মাঠে নামি একদম জিরো করে উঠে আসি।