২০২৩ সাল শেষ প্রায় আর এখনো আপনি সোশ্যাল মিডিয়ায় কি দেখেছেন সেটা যাচাই করা ছাড়াই সেটা নিয়ে কমেন্ট করছেন। ওই ভিডিওটা ইন্ডিয়ার। তাদের দেশে শিক্ষক ট্রেনিং এর বা এইরকম কোন ভিডিও এইটা। বাংলাদেশের কোন ভিডিও নয় এইটা। আর হলেও খুব খারাপ কিছু দেখছি না। যারা প্রাইমারিতে পড়ায় তারাই জানে বাচ্চাদের পড়ানোর কষ্ট কি, কত কিছু করতে হয়।
এটা নিয়ে রিউমার স্ক্যানার একটা ভিডিও পোষ্ট করেছে সম্ভবত। অথবা অন্য কোনো পেইজ হতে পারে, তবে এটা ইন্ডিয়ার আসাম রাজ্যের কোনো একটা ভিডিও সম্ভবত যেটা একটা ট্রেনিং সেন্টারে রেকর্ড করা হয়েছে।
আমার পরিচিত একজন ২৩০০ ডলার ইনভেস্ট করেছিল অল্টকয়েন এ। সেটা নেমে ২০০ ডলারের কাছাকাছি হয়েছিল। তারপর এখন কত হয়েছে জানিনা। সুতরাং যে কোন কয়েনের কথাই বলেন তো যেকোনো সময় বাড়তে পারে আবার কমতেও পারে। যারা ইনভেস্টর তারা নির্দিষ্ট টার্গেটে পৌঁছালে বা নির্দিষ্ট সময়ে পৌঁছালে সেল করে তার দাম বাড়ুক আর কমুক। কিন্তু যারা ট্রেডার তাদের বিষয় ভিন্ন তারা বিভিন্ন বিষয় এনালাইসিস করে ক্রয় করে বা বিক্রয় করে।
অল্ট কয়েনে যেরকম ভাবে গেইন হয়, লস হওয়ার সময় সেভাবেই সমান তালে লস হয়। আমিও যে কয়েনগুলো আগে কিনেছিলাম, প্রায় সবগুলোই ১০ গুন ডাউন হয়ে আছে। গতকাল রাতে কয়েনমারকেট ক্যাপ এ লগইন করে পুরাতন পোর্টফোলিও টা দেখলাম, সেখানে এখনকার মার্কেট কন্ডিশন অনুযায়ী আমি অনেক লসে আছি। অবশ্য সেই কয়েনগুলো আমি কম রেটে থাকা অবস্থায় সেল করতে বাধ্য হয়েছিলাম।