আমি উপরে যে ভাইয়ের কথা মেনশন করলাম, তিনি অনেকদিন ধরেই এ লাইনে আসেন, কখনো শুনলাম না যে লস করছে। কিভাবে যেনো চিপাচাপা দিয়ে মার্কেট এনালাইসিস করে পিক মোমেন্ট গুলোতে কোপ মেরে দেয়।
হতে পারে উনি মার্কেট রিসার্চ এ এক্সপার্ট। ক্রিপ্টোর লাইনে থাকলেই কিন্তু সবাই যে মুভমেন্ট বুঝবে, ব্যাপারটা এমন না। আমি অনেক কিছুই বুঝি না। আর চার্ট দেখে প্যাটার্ন বুঝা আমার জন্য রকেট সাইন্স। আমি কিছু আদা কিনেছিলাম, আজকে দেখলাম এটা রসুন হয়ে গেছে। ১০০ টার মতো আদা কিনেছিলাম। এখন মনে হচ্ছে আরো বেশি কেনার দরকার ছিলো।
বাইদাওয়ে, কেউকি Pi মাইনিং এর কথা শুনছেন? Pi টোকেন? কিছুদিন ধরে বেশ মার্কেটিং, প্রমোশন করতেছে প্রজেক্ট এর। তবে আমার মনে হচ্ছে স্ক্যাম করবে। আমি বহুদিন ধরে মাইন করি, ১০০০ এর বেশি টোকেন আছে, তবে KYC করতে দেয়না। অনেকের দেখি ২ দিন হতে না হতেই KYC দিয়ে দিসে, আর অনেকের ২ বছর ধরেও দেয়না।
আমার এটাকে কখনোই ভালো কোনো প্রজেক্ট বলে মনে হয়নি। এখনো মনে হচ্ছে না। তবে এটার অনেক বড় একটা ইউজার বেজ আছে। আর ফ্যান বেজের কারনে এটা আরো ছড়িয়েছে।