Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
DYING_S0UL
on 08/12/2023, 09:41:54 UTC
আমার পরিচিত একজন ২৩০০ ডলার ইনভেস্ট করেছিল অল্টকয়েন এ। সেটা নেমে ২০০ ডলারের কাছাকাছি হয়েছিল। তারপর এখন কত হয়েছে জানিনা। সুতরাং  যে কোন কয়েনের কথাই বলেন তো যেকোনো সময় বাড়তে পারে আবার কমতেও পারে। যারা ইনভেস্টর তারা নির্দিষ্ট টার্গেটে পৌঁছালে বা নির্দিষ্ট সময়ে পৌঁছালে সেল করে তার দাম বাড়ুক আর কমুক। কিন্তু যারা ট্রেডার তাদের বিষয় ভিন্ন তারা বিভিন্ন বিষয় এনালাইসিস করে ক্রয় করে বা বিক্রয় করে।
অল্ট কয়েনে যেরকম ভাবে গেইন হয়, লস হওয়ার সময় সেভাবেই সমান তালে লস হয়। আমিও যে কয়েনগুলো আগে কিনেছিলাম, প্রায় সবগুলোই ১০ গুন ডাউন হয়ে আছে। গতকাল রাতে কয়েনমারকেট ক্যাপ এ লগইন করে পুরাতন পোর্টফোলিও টা দেখলাম, সেখানে এখনকার মার্কেট কন্ডিশন অনুযায়ী আমি অনেক লসে আছি। অবশ্য সেই কয়েনগুলো আমি কম রেটে থাকা অবস্থায় সেল করতে বাধ্য হয়েছিলাম।

এটা টোটালি ডিপেন্ড করে কে এবং কোন এর উপর। এখন আমি যদি হুট করে আজ বাদে কাল যে জিনিস সম্পর্কে জানিনা, সেটায় ইনভেস্ট করি তাহলে তো লস হবেই। অল্ট কয়েনের একটাই সমস্যা এগুলো দীর্ঘমেয়াদি হয় না, বা বেশিরভাগই ভ্যালুলেস সিটকয়েন। বাট এই আবর্জনার স্তুপের মধ্যেই দুইএকটা লুকায়িত জেম থাকে। এটা খুজে বের করাই আসল পরিক্ষা। সঠিক সময়ে সঠিক যাচাইকরণ করে সঠিক কয়েনে ইনভেস্ট করলে বহুগুন লাভ করা যায়। আসলেই যায় বাট সবাই পারে। আমি উপরে যে ভাইয়ের কথা মেনশন করলাম, তিনি অনেকদিন ধরেই এ লাইনে আসেন, কখনো শুনলাম না যে লস করছে। কিভাবে যেনো চিপাচাপা দিয়ে মার্কেট এনালাইসিস করে পিক মোমেন্ট গুলোতে কোপ মেরে দেয়।

বাইদাওয়ে, কেউকি Pi মাইনিং এর কথা শুনছেন? Pi টোকেন? কিছুদিন ধরে বেশ মার্কেটিং, প্রমোশন করতেছে প্রজেক্ট এর। তবে আমার মনে হচ্ছে স্ক্যাম করবে। আমি বহুদিন ধরে মাইন করি, ১০০০ এর বেশি টোকেন আছে, তবে KYC করতে দেয়না। অনেকের দেখি ২ দিন হতে না হতেই KYC দিয়ে দিসে, আর অনেকের ২ বছর ধরেও দেয়না।