Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
AirtelBuzz
on 10/12/2023, 05:57:01 UTC
যেভাবে ইনস্ট্রাকশন মোতাবেক কাজ করেছেন এতে তো কোন সমস্যা হওয়ার কথা নয়।
তারপরও আমি আপনাকে আবার বলব যে BPIP  এক্সটেনশনটির ডিটেলস এ ট্যাপ করে extension option এ  ট্যাপ করুন। তারপর নিচের  ছবির  নতুন অপশন গুলো আসবে এগুলো যেটা যেটা আপনার জন্য প্রয়োজন অথবা যেটা আপনি পছন্দ করেন সেগুলো অন করে দিন। হয়তো এখানের অপশন গুলো আপনার করা রয়েছে।

অবশেষে আমি চেষ্টায় সফল হইছি ভাই। আপনার পোস্ট না পড়লে জানতামই না মোবাইল ফোন দিয়া BPIP Extension করা যায়।
নতুন কিছু শিখলে ভালো লাগে। Grin