ভাই আমি আপনার instruction মোতাবেক সবকিছু করছি। আপনাকে স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি।
সবকিছু করেছি কিন্তু তারপরও আমার প্রোফাইলে গিয়ে আমি ওইগুলা দেখতে পারছি না।
যেভাবে ইনস্ট্রাকশন মোতাবেক কাজ করেছেন এতে তো কোন সমস্যা হওয়ার কথা নয়।
তারপরও আমি আপনাকে আবার বলব যে BPIP এক্সটেনশনটির ডিটেলস এ ট্যাপ করে extension option এ ট্যাপ করুন। তারপর নিচের ছবির নতুন অপশন গুলো আসবে এগুলো যেটা যেটা আপনার জন্য প্রয়োজন অথবা যেটা আপনি পছন্দ করেন সেগুলো অন করে দিন। হয়তো এখানের অপশন গুলো আপনার করা রয়েছে।

আমাগো এখানে তো অনেক বড় Rank এর আইডি আছে এবং অনেক বড় ভাই আছে তারা যদি আমাগো মত ছোটদের এই বিষয়ে সাহায্য করত এভাবে হয়তো একটু ভালোই হইত আমাগো নিগা। যেমন অন্য দেশে এভাবে সাহায্য করছে যদি আমাগোও সাহায্য করতে কেউ একজন এই পদক্ষেপ নিতো। সম্ভবত এই পদক্ষেপটা ইন্দোনেশিয়ান Board এ নেওয়া হয়েছে।
প্রথমত আমাদের দেশ এর এটি লোকাল বোর্ড নয় এটি লোকাল থ্রেড তাই আমাদেরকে এই পদক্ষেপ চালু করতে হলে পোস্ট দিয়ে করতে হবে আর সেটি আরো কয়েকশো পোস্টের ফিরে হারিয়ে যাবে।
আর দ্বিতীয়ত আমাদের মেরিট সোর্স নেই, তারপরও আমি দেখেছি আমাদের কয়েকজন মেম্বারকে যারা রেংকিং আপ করছে বা কিছু মেরিটের জন্য পিছিয়ে রয়েছে তাদেরকে মেরিট দিয়ে বাম্প করে দিয়েছে। আমার এক্সাম্পল হিসেবে যদি দেই, Learn Bitcoin এবং Little Mouse।
তাছাড়া এই ধরনের অনেকগুলো থ্রেড অলরেডি ফোরামে গ্লোবাল বোর্ডগুলোতে পেয়ে যাবেন। আপাতত সেগুলো দিয়ে কাজ চালিয়ে নিয়েন। তাছাড়া পরিশ্রম করে যান সময় হলে এই ধরনের সাপোর্ট পাবেন- আমাদেরই লোকাল থ্রেড থেকে

.
হতে পারে উনি মার্কেট রিসার্চ এ এক্সপার্ট। ক্রিপ্টোর লাইনে থাকলেই কিন্তু সবাই যে মুভমেন্ট বুঝবে, ব্যাপারটা এমন না। আমি অনেক কিছুই বুঝি না। আর চার্ট দেখে প্যাটার্ন বুঝা আমার জন্য রকেট সাইন্স। আমি কিছু আদা কিনেছিলাম, আজকে দেখলাম এটা রসুন হয়ে গেছে। ১০০ টার মতো আদা কিনেছিলাম। এখন মনে হচ্ছে আরো বেশি কেনার দরকার ছিলো। এটা ছাড়াও ২-৩ টা লিংক আর একটা এভ্যাক্স কিনেছিলাম। সবগুলোই আজকে ভালো একটা গেইন দিয়েছে। মনে হচ্ছে আরো বেশি করে কেনা দরকার ছিলো।
আমার যেন কেন খালি মনে হয় এইসব পাম্প গুলো আসলে বুলট্র্যাপ, যদিও আমার বিষয়টা লেজকাটা শিয়ালের মতনও হতে পারে কারণ আমি গত বুলরানের ট্রাপে ইনভেস্ট করে সেই বোঝা এখনো বইতেছি দেখে যখন মার্কেট উপরের দিকে ওঠে আমি নিজে এবং পাশাপাশি সবাইকে সাজেশন করি ইনভেস্ট না করতে।
