আমাগো এখানে তো অনেক বড় Rank এর আইডি আছে এবং অনেক বড় ভাই আছে তারা যদি আমাগো মত ছোটদের এই বিষয়ে সাহায্য করত এভাবে হয়তো একটু ভালোই হইত আমাগো নিগা। যেমন অন্য দেশে এভাবে সাহায্য করছে যদি আমাগোও সাহায্য করতে কেউ একজন এই পদক্ষেপ নিতো। সম্ভবত এই পদক্ষেপটা ইন্দোনেশিয়ান Board এ নেওয়া হয়েছে।
ক্রিপ্টো লাইব্রেরি ভাই অলরেডি বলেছেন। ফোরামে একটা সময় ছিলো যখন আমি দেখতাম কোনো মেম্বার তার পরের রেংক এর খুব কাছে চলে গেছে, হয়তো আমি মেসেজ করে তার কিছু ভালো পোষ্ট এর লিংক চাইতাম, নয়তো লিটল মাউস ভাই, ক্রিপ্টো লাইব্রেরি ভাইদের কে মেসেজ করে বলতাম যে অমুক কে একটু পুশ করে দেন, তমুক কে পুশ করে দেন। তারপর আমাদের থ্রেড এ শুরু হলো মেরিট এবিউজ! আস্তে আস্তে দেখলাম সবাই একাউন্টের পাহাড় বানাচ্ছে এবিউজ করে করে।
রেংক আপ করার জন্য তারাহুড়ো করার কিছু নাই। আমি কখনোই মেরিট এর জন্য পিছিয়ে থাকি নাই। ফোরামে একটু সময় দেন, লেখার চাইতে বেশি পড়তে থাকেন। পড়ে যতো বেশি শিখবেন, ভবিষ্যতে সেগুলো ততো বেশি কাজে লাগবে। তখন দেখবেন প্রতি ৩-৪ টা পোষ্ট এ একটা করে মেরিট পাচ্ছেন। ফোরামে সময় দিন। নিজেকে পরিচিত করে তুলেন। আর মেরিটের জন্য কাউকে মেসেজ দিবেন না। কোনো প্রকার চিটিং করবেন না।