অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করেন ভাই আপনারা সবাই এক্টিভ হলেই তো আমরা পরে লোকাল বোর্ড পাব। আপনার মত আমারও সেম অবস্থা ইনকাম করা থেকে সংসার করা থেকে পড়াশোনা সব কিছুই নিয়ে একসাথে চলতে হয়। তারপরও একটা সময় বের করি।
যাই হোক আপনাদের মতন মেম্বারদের একটি হওয়া উচিত বিশেষ করে আমাদের লোকাল থ্রেডে। আপনি কেন থাকবেন না অবশ্যই থাকবেন এই স্বপ্নটা সবাইকে একত্র হয়ে তারপরে পূরণ করতে হবে। একটিভ হয়ে যান মিয়া-

জ্বি ভাই চেস্টা করব একটিভ থাকার। তবে সময় এর সাথে পেরে ওঠা যায় না। গ্লোবাল সেকশন এ যা পোস্ট করি তা হয়ত কাজ এর জন্য। কিন্তু আপনাদের মাঝে এসে কাজ ঢুকায় দিলে আমাদের যে ভাই ব্রাদার সম্পর্ক তা ঠিক থাকবে না। কাজ করে হাত এ সেই সময় টুকু হয় না যে আপনাদের মাঝে এসে আড্ডা দেই। যত টুকু পারি সময় দেওয়ার ট্রাই করি। আর আমি দিতে না পারলেও আপনারা তো আছেনই। এই স্বপ্ন তো আর আমার একার না। এইটা আমাদের সবার। তবে যারা ভূল পথ বেছে নিয়ে উপরে ওঠার চেস্টা করবে তাদের থামানোর দায়িত্ব টা ও আমাদের।
যাইহোক আপনার কথা শুনে আবার লোকাল বোর্ড এ আসার ইচ্ছা হচ্ছে। সাময়িক কিছু সমস্যা গুলো কাটিয়ে উঠলে আবার আসব ইনশাআল্লাহ।
একটা পোস্ট লিখলাম গ্লোবাল সেকশন এ। কিভাবে আপনার seed phrase এনক্রিপ্ট করবেন। যদি ভালো লাগে বলবেন, বাংলাতে ও লিখে পোস্ট করব লোকাল বোর্ডে।
লিংকঃ
[Guide] Ways to improve your seed phrase backup process.