কেন জানিনা আমার ব্যক্তিগত দিক থেকে মনে হয় যে আমাদের এই বাংলা বোর্ড লাগামহীন পাগলা ঘোড়ার মত চলছে। লাগামহীন ঘোড়া যেমন এদিক সেদিক চলে যায় কোন ঠিক ঠিকানা থাকে না হয়তো তেমনি এই বোর্ড এগিয়ে যাচ্ছে
আপনার পোষ্ট এর কোনো আগা মাথা আমার মস্তিস্কে ঢুকে নাই। আপনি আপনার এই কথার মাধ্যমে কি বুঝাতে চাইছেন? কি হয়েছে আমাদের লোকাল থ্রেড এর? লাগামহীন ঘোড়া মনে হবার কারন কি? সেই কারন যদি আপনি নিজেই না জানেন, তাহলে অন্য কেউ কিভাবে সেটা জানবে বা বুঝবে? লোকাল থ্রেড এ কিছু আন-ইউজুয়াল দেখলে আমি সেটা পয়েন্ট আউট করার চেষ্টা করি। কি বলতে চাচ্ছেন সেটা না পেচিয়ে সোজা বলে ফেলবেন। সবাইকে বুঝতে দিন যে কি সমস্যা।
এখন যদি বলেন যে ভাই থ্রেড এ লো কোয়ালিটির পোষ্ট হচ্ছে। এই ক্ষেত্রে রিপোর্ট টু মোডারেটর বাটন ব্যাবহার করেন। আমরা কেউ মোডারেটর না যে আমরা এর লাগাম টানবো। একজন নিউবির যে পাওয়ার আছে, সিনিয়রদের কাছে এর চাইতে বেশি কিছুই নাই। হয়তো তারা একটু এক্সপেরিয়েন্সড। এভাবে সিরিয়ালে নাম মেনশন করাকে আমি তেল মারা মনে করি। তেল মারা বন্ধ করে দেন। নিজেকে খুব ছোট মনে করবেন না। আবার খুব বড় মনে করবেন না।