Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
AirtelBuzz
on 11/12/2023, 14:01:06 UTC
আমাগো এখানে তো অনেক বড় Rank এর আইডি আছে এবং অনেক বড় ভাই আছে তারা যদি আমাগো মত ছোটদের এই বিষয়ে সাহায্য করত এভাবে হয়তো একটু ভালোই হইত আমাগো নিগা। যেমন অন্য দেশে এভাবে সাহায্য করছে যদি আমাগোও সাহায্য করতে কেউ একজন এই পদক্ষেপ নিতো। সম্ভবত এই পদক্ষেপটা ইন্দোনেশিয়ান Board এ নেওয়া হয়েছে।

ক্রিপ্টো লাইব্রেরি ভাই অলরেডি বলেছেন। ফোরামে একটা সময় ছিলো যখন আমি দেখতাম কোনো মেম্বার তার পরের রেংক এর খুব কাছে চলে গেছে, হয়তো আমি মেসেজ করে তার কিছু ভালো পোষ্ট এর লিংক চাইতাম, নয়তো লিটল মাউস ভাই, ক্রিপ্টো লাইব্রেরি ভাইদের কে মেসেজ করে বলতাম যে অমুক কে একটু পুশ করে দেন, তমুক কে পুশ করে দেন। তারপর আমাদের থ্রেড এ শুরু হলো মেরিট এবিউজ! আস্তে আস্তে দেখলাম সবাই একাউন্টের পাহাড় বানাচ্ছে এবিউজ করে করে।
আমি আমার মন থেকে আজকে কিছু বলতে চাইতাছি আপনাদের উদ্দেশ্যে জানিনা সেইটা ভুল না ঠিক।
আমি আমাদের এখানকার কিছু সিনিয়রদের এবং অভিজ্ঞদের নাম বলছি @Little Mouse @shasan @Learn Bitcoin @Crypto Library @LDL@Shihir31 @tjtonmoy@DYING_SOUL
সহ আরো যারা সিনিয়র আছেন তারা অবশ্যই আমাদের এই বোর্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন এবং করবেন ভবিষ্যতেও।
আপনাদের নাম তুলে ধরার কারণে হয়তো আমার অন্যায় হইতে পারে।
কেন জানিনা আমার ব্যক্তিগত দিক থেকে মনের হয় যে আমাদের এই বাংলা বোর্ড লাগামহীন পাগলা ঘোড়ার মত চলছে। লাগামহীন ঘোড়া যেমন এদিক সেদিক চলে যায় কোন ঠিক ঠিকানা থাকে না হয়তো তেমনি এই বোর্ড এগিয়ে যাচ্ছে।

আপনাদের কাছে আমার এটা বলার উদ্দেশ্য হইলো লাগামহীন ঘোড়াকে সঠিকভাবে সঠিক পথে নিয়ে আসতে হলে দক্ষ সওয়ারি দরকার হয়।
আমি যেসব সিনিয়র ভাইদের নাম উল্লেখ করলাম তাদেরকে এই দক্ষ  সওয়ারির ভূমিকা পালন করে আমাদের এই বাংলা বোর্ডকে আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাইতে হবে যাতে করে ভবিষ্যতে কখনো এলোমেলো না হইয়া যায়।

আমরা স্বপ্ন দেখতে পারি যে আমাদের বাংলা বোর্ড একদিন ইন্দোনেশিয়ান লোকাল বোর্ড, নাইজেরিয়ান লোকাল বোর্ড এর মত প্রতিষ্ঠিত হবে আপনাদের মাধ্যমে।

হয়তো আপনাদের দিকেই অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আমাদের এই বাংলা বোর্ড।