Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
shasan
on 12/12/2023, 23:41:35 UTC
বাংলাদেশ  উন্নয়নের জোয়ারে ভাসছে  তাই সাথে সাথে পেঁয়াজের দামও উন্নতির পথে। ভারত তিন মাসের জন্য আমদানি রপ্তানি বন্ধ করার সাথে সাথে পিয়াজের দাম যেন আকাশ ছোঁয়া পরিমাণ বেড়ে গেছে। আমি ছয় দিন আগে পিয়াজ কিনেছিলাম ৫ কেজি পেঁয়াজ ৫০০ টাকা দিয়ে অথচ সে আজকে এই পেঁয়াজের দাম বর্তমান প্রায় ৩০০ প্লাস এর কাছাকাছি। এইভাবে যদি বাংলাদেশের ব্যবসায়ীরা সিন্ডিকেট করে তাহলে সাধারণ মানুষের কোন অবস্থায় দাঁড়াবে এক কেজি পেয়াজ কিনতে যদি আমাদের মতো সাধারণ জনগণকে প্রায় 300 টাকা গুনতে হয় তাহলে আমরা আর দ্রব্যমূল্য কেমন করে কিনব। বাংলাদেশের বর্তমান বাজার পরিস্থিতি এতই খারাপ দেখা যাবে যে  সাধারণ মানুষ খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবে কিনা সন্দেহ।
বিশ্ব রাজনীতি নিয়ে আমার তেমন কোন ধারনা নেই আবার ভারতে এই সময়ে কেন পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে সেটাও আমার জানা নেই। কোন কিছু জানিনা সেই হিসেবে এই পোস্টটা দেখে মনে হচ্ছে এটা বিশ্ব রাজনীতিরই অংশ। তারা বুঝাতে চাচ্ছে আমেরিকা যদি সেনশন দিয়ে কিছু করতে চায় ভারত ও বাংলাদেশের জন্য অনেক কিছু করতে পারে।