Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
synchronym
on 13/12/2023, 18:22:48 UTC
ফারাক্কা নিয়ে আমাদের ভারত সরকারের সাথে কথা হইছে, অতি সীগ্রই এর সমাধান হয়ে যাবে, এই কথা মনে হয় আমি আমার জন্মের পর থেকে শুনতেছি। তবে এর প্রাকটিকাল কখনো চোঁখে আসেনি। অদূর ভবির্ষতেও হয়তো আসবে না। ফারাক্কা নিয়ে আমি হোপলেস।
ফারাক্কা নিয়ে ভারত সরকারের সাথে কথা হয়েছে এটা এই দেশের সরকার আমাদের প্রতিনিয়ত মিথ্যা আশ্বাস দেয়। যখন আমাদের দেশে বন্যা হয় এবং বন্যায় বিভিন্ন বিভাগের বিভিন্ন জেলায় বিভিন্ন স্থান তলিয়ে যায় তখন বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন সাংবাদিকরা বলে যে ফারাক্কা ইস্যু নিয়ে ভারতের সাথে কথা হয়েছে এবং তারা অনতৈলম্বে এই সমস্যার সমাধান করবে আমরা শুধু এটাই শুনি এ পর্যন্ত এখনো সমস্যার সমাধান হয়নি হয়তো বা ভবিষ্যতে হবেও না।
Quote
আর এদিকে আমরা বছরে বছরে টনকে টন ইলিশ উপহারস্বরূপ পাঠাই। বাহ বন্ধুত্ব বাহ। একটা কথা আছে বন্ধুই বন্ধুর হো*া মারে। যা এখন হারে হারে টের পাচ্ছি। এর পরেও সরকার তার বন্ধুর জন্য জান প্রান দিতে রাজি।
শুধু আমার কাছে নয় পুরো বাংলাদেশের মানুষের কাছে একটা দুঃখের বিষয় হচ্ছে যে ইলিশ আমাদের দেশে উৎপাদন হয় সেই ইলিশ আমরা আমাদের দেশে কেন দুই হাজার থেকে ২৫০০ টাকা কেজি করে কিনে খাব। অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ বা বন্ধু দেশ ভারতে আমাদের বাংলাদেশের সুনামধন্য সরকার এই ইলিশ প্রত্যেক বছর কয়েক লক্ষ টন করে পাঠায়। অথচ ভারতে বাংলাদেশের তুলনায় ইলিশ মাছের দাম কেজিপ্রতি অনেক কম।
ইলিশ মাছের দাম যেভাবে বাংলাদেশে বৃদ্ধি পায় প্রতি বছর তাতে করে মনে হয় কয়েকদিন পরে আমাদের শুধু ইলিশ মাছের নাম শুনতে হবে টাকা দিয়ে আর কিনে খাওয়া হবে না।
ইলিশ হচ্ছে আমাদের জাতীয় মাছ কিন্তু এই জাতীয় মাছ কয়জনি বা খেতে পারে? সবারে কেনার সাধ্য থাকে না কারণ একজন মধ্যবিত্তি  বা নিম্নবিত্ত ফ্যামিলির হাতের নাগালের বাইরে ইলিশের দাম তো মানুষ কেমন করে খাবে। একদিন সত্যিই ইলিশ যে আমাদের জাতীয় মাছ এটা শুধু আমাদের শুনতেই হবে চোখে দেখাটাও হয়তো বা নিম্নবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলি লোকজন দেখতে পাবে না। কিন্তু আমাদের দেশের সরকার পুজোর সময় প্রতি বছরই প্রতিবেশী রাষ্ট্র ভারতে লক্ষ টন ইলিশ উপহার পাঠাবে তাতে কোন সমস্যা নাই। তার বিনিময়ে আমাদের প্রতিবেশী দেশ আমাদের ফারাক্কা বাঁধ খুলে পানি খাওয়াবে তার বিনিময়ে তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিবে এরকম ভাবে আমাদের সহযোগিতা করে যাবে।