Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bd officer
on 14/12/2023, 02:05:00 UTC

Quote
বিভিন্ন দেশ তাদের সম্পর্ক ভালো রাখার জন্য অন্যান্য দেশের সাথে চুক্তি করে। আবার নিজেদের লাভের জন্য সেসব চুক্তি বাতিল ও করে। ভারত বন্ধু রাষ্ট্র বলে কথা। কিন্তু ভারত কখনোই তাদের নিজেদের লস দিয়ে বাংলাদেশ কে সাহায্য করতে আসবে না। ফারাক্কা বাধ তারই একটা উদাহারন। ভারত কখনোই শুস্ক মৌসুমে বাংলাদেশে পানি আসতে দেয় না। আবার তারা হুট করেই সব বাধ খুলে দিয়ে বাংলাদেশ ডুবিয়ে দেয়। যদিও বাধ করার সময় একটা চুক্তি ছিলো। সেটার দিকে কোনো কালের কোনো সরকারই তাকায় নি। বা তাকালেও কোনো রেজাল্ট আনতে পারেনি। গত মৌসুমেও ভারত পেয়াজ রপ্তানী বন্ধ করে দেয়ার পর বাজার অস্থির হয়ে গিয়েছিলো।
ফারাক্কা নিয়ে আমাদের ভারত সরকারের সাথে কথা হইছে, অতি সীগ্রই এর সমাধান হয়ে যাবে, এই কথা মনে হয় আমি আমার জন্মের পর থেকে শুনতেছি। তবে এর প্রাকটিকাল কখনো চোঁখে আসেনি। অদূর ভবির্ষতেও হয়তো আসবে না। ফারাক্কা নিয়ে আমি হোপলেস।
আমরা বাংলাদেশী আমাদের দেশ থেকে ভারত অনেক শক্তিশালী দেশ। আমরা ছোট দেশ হওয়া ভারত আমাদেরকে সেরকম কিছু মনে করে না। ফারাক্কা বাধের জন্য সময় মতো আমরা পানি পাই না, আবার যখন পানির প্রয়োজন হয় না, তখন পানি ছেরে দেয় নানান ধরনের ফসলের ক্ষতি হয়ে যায়। এতে করে সাধারণ জনগণ যারা কৃষি কাজ করেন তারা ক্ষতি সম্মুখীন হয়, এবং দেশে সংকট দেখা যায়। যদি এই জিনিসটা অন্য কোন শক্তিশালী দেশের সঙ্গে ঘটতো তাহলে কি এভাবে মেনে নিতো? কখনই মেনে নিতো না। যেকোন এক ব্যবস্থা করে ফেলতো। হয়তো আমাদের আজীবন মেনে নিতে হবে।
2stout  একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (Christmas giveaway )।  তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalk.org/index.php?topic=5477788 এখানে আবেদনের জন্য কোন নিয়ম নাই। একজন একটি আবেদন করতে পারবেন। সলুট সংখ্যা সীমিত তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। মাল্টিপল অ্যাকাউন্ট গ্রহণযোগ্য নয়।
ভাই ঝটপট করে আমিও আবেদন করে ফেলেছিলাম। আবার দেখি ঝটপট করেই উইনার হয়েছি। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এখানে ফ্রি রাফেল টা শেয়ার করেছিলেন দেখেই আবেদন করে ফেলেছিলাম। এখন কথা হলো আমি কখনো এই ধরনের ফ্রি রাফেল উইন হই নাই। এই টাই আমার প্রথম ফ্রি রাফেল উইন হওয়া। এখন আমি এই পুরুস্কার কিভাবে রিসিভ করতে পারবো?