Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
DYING_S0UL
on 15/12/2023, 16:40:30 UTC
কোট
ভাই রাফেল পোস্টটা মাত্র চেক করলাম। এটা তো জাস্ট কাগজি একটা জিনিস, অনেকটা পুরানো আমালের দূর্লভ টাকা, বা স্টাম্প কার্ড টাইপের কিছু। আমি ভাবছি ওয়ালেট কার্ড টাইপের কিছু। আমার মনে হয়না কোনো সমস্যা হবে এটা নিলে। আমি যেগুলো জিতছিলাম, সেগুলোতে চাইলে টাকা ভরে রাখা যাইতো। মানে ইউজকেস আছে। বাট এটাতো সাজায়ে ফ্রেম করে রাখার মতো কিছু মনে হইতেছে।

আমি এ যাবৎ ৩ টা কার্ড জিতছি/পাইছি। বিটকয়েনটক থেকে ২ টা, আর অন্য এক জায়গা থেকে ১টা। এজন্য ৩ নং এর কথা উল্লেখ করিনি। ঐটা ছিল এক কোম্পানি থেকে। যখন তারা প্রথম প্রথম চালু হয়, তখন প্রথমদিকের ইউজারদের ইনফরমেশন নিছিলো। আমিও তখন প্রথম প্রথম বেশি কিছু বুঝিনি তথ্য দিয়ে দিসিলাম। হঠাৎ একদিন পোস্ট অফিস থেকে কল দিয়ে বলে আপনার জন্য পার্সেল আসছে, নিয়ে যাইয়েন। কোনো সমস্যায় পড়িনি ঐবার। কার্ডটা এখনো আমার কাছে আছে। আমি শুধু আমার ঘটনাটা বল্লাম, বাকিটা আপনার ইচ্ছা।