অভিনন্দন ভাই আপনাকে, আপনারও কপাল আর আমাদেরও কপাল আমি তো এ পর্যন্ত অনেকগুলা এরকম রেফেল ড্র তে অংশগ্রহণ করছি কোন বাড়ি আমার কপাল খুলে নি। এখন আসি আপনার প্রশ্নের জবাবে, যেহেতু ক্রিপ্ত কারেন্সি আমাদের দেশে অবৈধ সেহেতু আমি মনে করি এসব জিনিস নিতে গিয়ে আপনার লোকেশন রিভিল করা ভালো হবে না। তবে আপনার নিকট দুইটা অপশন থাকতে পারে, এক বাহিরের দেশে যেখানে ক্রিপ্টোকারেন্সি বৈধ সে দেশে যদি আপনার কোন কাছের মানুষ থাকে তাহলে তার নিকট সেটি গিফট পাঠাতে পারেন অথবা আপনি ফোরামের অন্য কোন মেম্বারদের মধ্যে এটি গিফট দিয়ে দিতে পারেন।
ভাই জানি না এই কপাল পোড়ার ভাগ্য এত ভালো হলো কীভাবে। ভাই আমার বেলায় একটা ঘটনা ঘটে আমি যেটা মন থেকে চাই সেই জিনিস পাই না। আবার কোন কিছু যদি অবহেলা করে হালকা চেষ্টা করি পাওয়ার ইচ্চা থাকে না দেখি সেই জিনিস পেয়ে গেছি। এই ফ্রি রাফেল এর বেলায় ঠিক এমন হয়েছে, ১০-১৫ জন লোকের মধ্যে যে আমি বিজয়ী হতে পারবো তা আশা করি নাই। অংশগ্রহণ করছিলাম পাইলে পাইলাম না পাইলে নাই। দেখি শেষ পর্যন্ত আমার কপালে ছিলো পেয়ে গেলাম। আসলে ভাই সব কিছুই ভাগ্য, ফ্রি রাফেল জিতলাম কিন্তু আমার আর পাওয়া হবে না, আমাদের দেশে ক্রিপ্টো ব্যান থাকার কারনে। যাইহোক, বাহিরের দেশে আমার এত ঘনিষ্ঠ কোন আত্মীয়-স্বজন নাই। আমার ফরামের কোন একজন কে গিফট করে দিতে হবে।
(বাইদাওয়ে Congratulations Bd officer.)
ধন্যবাদ ভাই, আসলে খুবই ভালো লাগছে রাফেল টা বিজয়ী হয়ে। কি আফসোস সে একটাই পুরস্কার আনতে গেলেই পরে যাবো বিপদে। তবুও অনেক ভালো লাগছে যে বিজয়ী তো হয়েছি।
