altcointalk এর ট্রাফিক অনেক কম ভাই অনেক কম। তবে যাদের মেইন উদ্দেশ্য সিগ্নেচার করা তাদের তো আর ট্যাফিক নিয়ে কোনো পেরা নাই, তাদের জাস্ট টাকা আসলেই হলো।
ভাই বিটকয়েন টক ফোরাম এর চেয়ে আল্টকয়েনটক ট্রাফিক কম হবে মানে শুধু কম না অনেক কম হবে এটা স্বাভাবিক ক্রিপ্টোকারেন্সি রিলেটেড ফোরাম বলতে গেলে আমি মনে করে একটাই আর অন্যগুলো যা আছে আল্টকয়েনটক বলেন, বিটকয়েন গার্ডেন বলেন, বিটকয়েন ডট কম ফোরাম বলেন এর সকল কিছুই হল গুলো শুধু শোঁ। সো এইগুলার ট্রাফিক এর কথা তো বলার আগে বিটকয়েনটক ফোরামের ট্রাফিক এর কথা মাথায় থেকে বাদ দিতে হবে। না হলে তাদের ফোরামে যে ট্রাফিক সেগুলো গুনায়ই পড়বে না।
ফুল মেম্বারদের ক্যাম্পেইনে নিতেছে কিনা জানিনা, খেয়াল করিনাই। তবে সিনিয়র মেম্বারের নিচে একাউন্ট করা আমার কাছে বেকার মনে হয়। সিনিয়র হলে মোটামোটা ট্রাই করা যেতো। দেখি সিনিয়র যদি হতে পারি তখন ভাববো, তবে আপনি Crypto Library ভাই করে রাখতে পারেন একাউন্ট, ক্ষতি দেখিনা কোনো।
এ পর্যন্ত আমি শুধু দেখেছি Roysee দুইটা সিগনেচার ক্যাম্পেইন সেখানে লাঞ্চ করেছে, আর দুইটার মধ্যেই সিনিয়র মেম্বার থেকে নেওয়া শুরু করেছে ফুল মেম্বার আপাতত বন্ধ রেখেছে। এতদিন তো সেখানে অ্যাকাউন্ট থাকার কোন ফায়দায় ছিল না এখন মানুষ টাকা আসবে এই ফায়দায়ই সেখানে অ্যাকাউন্ট তৈরি করতেছে। যদিও আমিও অলরেডি গত এক সপ্তাহেরও বেশি সময় যাবত একাউন্ট টেলিপোর্টেশন করে রেখেছি। আমাদের মালাম ভাইয়েরা কই ওনাকে দেখলাম আল্টকয়েনটক এ লোকাল মডারেটর হিসেবে রয়েছে।