সমস্যার সমাধান একটা হতে পারে সেটা হলো গিয়ে এই ফারাক্কার সামনে টেরাক্কা বাঁধ নির্মাণ করা।

তারপর ওরা যেমন শুষ্ক মৌসুমে বাঁধ বন্ধ করে পানি আটকে রাখে, আমাদের সরকার সেটির উল্টোটা করবে বন্যার মৌসুমে বন্ধ করে দিবে। তারপর দুই একবার যাতা খেয়ে আপনা আপনি চুক্তি সই করতে আসবে।
আসলেই ভাই। আইডিয়া কিন্তু খারাপ না। আমি নিজেও এমন ভাবতাম আগে। পালটা বাধ নির্মান করলেই কিন্তু পারে। চায়নাও কিন্তু এমন করে রাখছে (বাধটার নাম মনে পড়তেছেনা, তবে পৃথিবীর বৃহৎ বাধগুলোর একটি)। আরেকটা বিষয় শুষ্ক মৌসুমে চাইলেই কিন্তু অল্প অল্প পানি ছাড়া যায়, কিন্তু তা ছাড়বে না। বর্ষা শুরু হলেই ভাসায় দিবে সব। বাধ থাকলে চুক্তি করতে বাধ্য ছিল ভারত। তবে ভারত কখনোই বাধ নির্মান করতে দিবে না, ইন্টারন্যালি-এক্সটারন্যালি যেভাবে হোক বাধা দিবে। নয়তো পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের মতো মেগা প্রকল্প যদি বাস্তবায়ন হতে পারে তাহলে টেরাক্কা তো হাতের মোয়া। এ সরকার থাকাকালিন যদিও এটা সম্ভব না।
ভাই ঝটপট করে আমিও আবেদন করে ফেলেছিলাম। আবার দেখি ঝটপট করেই উইনার হয়েছি।
অভিনন্দন ভাই আপনাকে, আপনারও কপাল আর আমাদেরও কপাল আমি তো এ পর্যন্ত অনেকগুলা এরকম রেফেল ড্র তে অংশগ্রহণ করছি কোন বাড়ি আমার কপাল খুলে নি।
আপনাদের দুইজনের থেকে তো বড় কপাল আমার মিয়া

। আমি এপর্যন্ত দুইবার জিতছি। একবার ছিল
krogothmanhattan এর রাফেল আর আরেকটা ছিল MixTum এর রাফেল। ২য় টায় ৩০ ডলারের রিওয়ার্ডও ছিলো

।
দুর্ভাগ্যবশত দুইবারের দুইবারই আমি প্রাইজগুলো নেই নি। এক রেপুটেড বিটকয়েনটক মেম্বারের সাথে আমার অনেক ভালো সম্পর্ক, তাকে দিয়ে দিসিলাম। কে হুদাই রিস্ক নিবে আপনারাই বলুন?
(বাইদাওয়ে Congratulations Bd officer.)
যদিও আমি শুনেছি যে একসময় altcointalk হালকা একটু একটিভ হয়েছিল এই বাউনটি ক্যাম্পেইন গুলোর জন্য। যাইহোক altcointalk এর এডমিন theymos এর বিটকয়েন মিক্সার ব্যান নিয়ে অ্যানাউন্সমেন্ট এর ফায়দা ভালোভাবে নিচ্ছে।
altcointalk এর ট্রাফিক অনেক কম ভাই অনেক কম। তবে যাদের মেইন উদ্দেশ্য সিগ্নেচার করা তাদের তো আর ট্যাফিক নিয়ে কোনো পেরা নাই, তাদের জাস্ট টাকা আসলেই হলো। এই ফায়দা জাস্ট। ফুল মেম্বারদের ক্যাম্পেইনে নিতেছে কিনা জানিনা, খেয়াল করিনাই। তবে সিনিয়র মেম্বারের নিচে একাউন্ট করা আমার কাছে বেকার মনে হয়। সিনিয়র হলে মোটামোটা ট্রাই করা যেতো। দেখি সিনিয়র যদি হতে পারি তখন ভাববো, তবে আপনি Crypto Library ভাই করে রাখতে পারেন একাউন্ট, ক্ষতি দেখিনা কোনো।
বাইদাওয়ে সবাই এক্টিভ হয়ে যান মিয়া

।