Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
BTC_pokaop
on 16/12/2023, 04:06:25 UTC
মহান বিজয় দিবসের শুভেচ্ছা
আজকের এই দিনটি আমাদের জন্য খুবই স্মরণীয় একটি দিন। ৩০ লক্ষ শহীদের প্রাণ ত্যাগের বিনিময়ে আজকে আমাদের এই বাংলাদেশ। তারা যদি দেশের জন্য জীবন না দিত তাহলে আমরা পৃথিবীর বুকে মানচিত্রে বাংলাদেশ নামক দেশ দেখতে পেতাম না। হয়তো আমরা পূর্ব পাকিস্তান বলে আখ্যায়িত হতাম। আমি যারা এই বাংলাদেশের জন্য জীবন দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাই।