Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 16/12/2023, 06:47:21 UTC
এতদিন তো সেখানে অ্যাকাউন্ট থাকার কোন ফায়দায় ছিল না এখন মানুষ টাকা আসবে এই ফায়দায়ই সেখানে অ্যাকাউন্ট তৈরি করতেছে। যদিও আমিও অলরেডি গত এক সপ্তাহেরও বেশি সময় যাবত একাউন্ট টেলিপোর্টেশন করে রেখেছি। আমাদের মালাম ভাইয়েরা কই ওনাকে দেখলাম আল্টকয়েনটক  এ লোকাল  মডারেটর হিসেবে রয়েছে।

আমিও সেখানে একাউন্ট মাইগ্রেট করেছি। সেখানে বাংলা লোকাল বোর্ড আছে দেখে ভালো লাগলো। তবে ২ জন মোডারেটর এর কেউ সেখানে বেশ কয়েকমাস যাবৎ একটিভ নাই। তারা হয়তো হটাৎ এই চেন্জ খেয়াল ও করে নাই। রিভিউ মাষ্টার ভাই তো সেখানে মোড দেখলাম। কিন্তু একটিভ নাই। সেখানে আবার দেখলাম কিছু ক্লোন একাউন্ট। আর অটো ট্রান্সলেটর এর খেলা চলছে। মোডারেটর একটিভ হয়ে গেলে এগুলো কিছুটা কমে আসবে অঅশা করা যায়। আমার ক্যাম্পেইন তো ২ সপ্তাহ আগেই বন্ধ হয়ে গেলো।