Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bd officer
on 16/12/2023, 07:34:10 UTC
সত্যি বলতে ভাই আমি আসলে বুঝতেছিনা কি করা যায়। টেলিপোর্ট করবো কিনা করবোনা। আমি তো মাত্র ফুল রাংঙ্ক এ। আর ফুলের তো কোনো ক্যাম্পেইনও নাই। তবে একটা কনফিউশন ছিলো, ধরেন আমি ফুলে টেলিপোর্ট করলাম কথার কথা, তারপর যদি বিটকয়েনটকে সিনিয়র হয়ে যাই, তখন কি আবার সিনিয়রে ট্রান্সফার নেয়া যাবে? ঐখানে একজনের কমেন্ট দেখলাম যে, সিনিয়র থেকে হিরোতো গেছে, তাই নতুন করে আপগ্রেড চাচ্ছে।
মিয়া কইরা ফালান তারাতারি। আমিও অলরেডি টেলিপোর্ট করে ফেলেছি। আমার মনে হয় যতদুর জানি পোস্ট করলেই এক্টিবিটি বাড়ে আর এক্টিবিটি বেড়ে গেলেই রেংক আপ করা যায়। অল্টকয়েনে কোন মেরিট সিস্টেম নাই, সেখানে দেখেন যারা বাউন্টি করে তারা একএক জনে হিরো, লিজেন্ড মেম্বার। মজার বিষয় হলো LB ভাই বলেছেন বাংলা লোকাল বোর্ড সেখানে রয়েছে। আমারো অনেক ভালো লেগেছে বাংলা লোকাল বোর্ড দেখে।
Quote
মালাম আবার কে/কি ? কি মিন করলেন বুঝলামনা।  Huh
মিয়া মালাম ভাই হলেল বাংলা লোকাল বোর্ডের একজন মোডারেটর। তাই Crypto library ভাই মজা করে বলেছেন মালাম ভাইয়েরা সব কই।  Grin