এ পর্যন্ত আমি শুধু দেখেছি Roysee দুইটা সিগনেচার ক্যাম্পেইন সেখানে লাঞ্চ করেছে, আর দুইটার মধ্যেই সিনিয়র মেম্বার থেকে নেওয়া শুরু করেছে ফুল মেম্বার আপাতত বন্ধ রেখেছে। এতদিন তো সেখানে অ্যাকাউন্ট থাকার কোন ফায়দায় ছিল না এখন মানুষ টাকা আসবে এই ফায়দায়ই সেখানে অ্যাকাউন্ট তৈরি করতেছে। যদিও আমিও অলরেডি গত এক সপ্তাহেরও বেশি সময় যাবত একাউন্ট টেলিপোর্টেশন করে রেখেছি। আমাদের মালাম ভাইয়েরা কই ওনাকে দেখলাম আল্টকয়েনটক এ লোকাল মডারেটর হিসেবে রয়েছে।
সত্যি বলতে ভাই আমি আসলে বুঝতেছিনা কি করা যায়। টেলিপোর্ট করবো কিনা করবোনা। আমি তো মাত্র ফুল রাংঙ্ক এ। আর ফুলের তো কোনো ক্যাম্পেইনও নাই। তবে একটা কনফিউশন ছিলো, ধরেন আমি ফুলে টেলিপোর্ট করলাম কথার কথা, তারপর যদি বিটকয়েনটকে সিনিয়র হয়ে যাই, তখন কি আবার সিনিয়রে ট্রান্সফার নেয়া যাবে? ঐখানে একজনের কমেন্ট দেখলাম যে, সিনিয়র থেকে হিরোতো গেছে, তাই নতুন করে আপগ্রেড চাচ্ছে।
মালাম আবার কে/কি ? কি মিন করলেন বুঝলামনা।

কোট
সিগ্নেচারটা জোস লাগতেছে ভাই। আবাবো কংগো (অফিসিয়ালি)।
