আপনি এক কাজ করেন ট্রাস্ট ওয়ালেটে ডিফল্টভাবে ট্রানজেকশন করা, ট্রানজেকশন ফি হাই দেখাবেই, যখন অন্য ওয়ালেটে ফান্ড ট্রান্সফার করতে নিবেন তখন কাস্টম ফি করে নিবেন সেখানে 32sats/vB সেট করে নিতে পারেন, তবে এখানে একটা সমস্যা যে এটা অনেক সময় 24 ঘন্টারও বেশি সময় নিতে পারে ট্রানজেকশন কনফার্মেশন হওয়ার জন্য তাছাড়া অনেক সময় ট্রানজেকশন এর কনফার্মেশন ক্যানসেলও হয়ে যেতে পারে।
আরো কম দিয়েও করা যায়। ১০-১৫ সাতোশি পার বাইট দিয়ে
ভায়াবিটিসি ফ্রি এক্সিলারেশন ব্যবহার করলে কম খরচেই লেনদেন করা যায়। তবে মাথায় রাখতে হবে যে ট্রাঞ্জেকশন আইডি খুব দ্রুত সাবমিট করা লাগবে। কারন তারা প্রতি ঘন্টায় মাত্র ১০০তা ট্রাঞ্জেকশন সাবমিট করতে দেয়।