Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Crypto Library
on 16/12/2023, 17:43:08 UTC
ভাই আমাদের এদিকে মনিটরিং নাই বল্লেই চলে একদমই নাই। তাও ভালো পরিচিত দোকানদার থাকায় কমে কমে আনতে পারি। তবে এখানে দোকানদার গুলোরও কোন দোষ নাই। ১৮০-১৯০ টাকা কেজি কিনে যদি ২০০ টাকায় বেচে, তাহলে দোষের কিছু দেখিনা। বাট আমরা হুদাই দোকানদার গুলোর উপর রাগ দেখায় বসি যেখানে দোষ সব সিন্ডিকেটের।
মনিটরিং যেমন হয়না, বেশিরভাগ গ্রাম্য বাজারে কোনো বাজার কমিটি নাই। আর বাজারে পন্যের দামের তালিকা তো একেবারেই নাই। বাজারে কমিটি থাকলে কমিটির কাছে আপনি নালিশ করতে পারবেন। একবারে তৃনমূল পর্যায়ে গিয়ে দাম কন্ট্রোল করা যায় না। তবে এক রাতের ব্যাবধানে যেখানে দাম হেড় ফের হয়, সেখানেই মূলত সমস্যা। সেটা যে কোনো বাজার হতে পারে। সব বাজারেই অসাধু ব্যাবসায়ী আছে। শুধুমাত্র খবর শুনেই তারা দাম বাড়িয়ে থাকে। তার কতো তে কেনা, কতো বিক্রি করতে হবে, এসব নিয়ে কোনো প্রকার মাথাব্যাথা নাই।
গ্রাম্য বাজার তো দূরের কথা ঢাকার আশেপাশে এমন অনেক জেলার রয়েছে যাদের কেন্দ্রীয় বাজারগুলোতে এ ধরনের সিন্ডিকেট দিয়ে ভর্তি। গ্রামের তৃণমূলের বাজার না হয় কন্ট্রোল করা যায় না তবে এইসব শহরের বাজারগুলোর কথা কি বলবেন? গরুর মাংসের দাম বলে কমেছে এগুলোর আচও এইসব বাজারগুলোতে,

Quote
না ভাই আমি অনেক ডিটারমেন্ট এইবার। খাইলামনা পিয়াজ, কি হয় দেখি। দাম কমুক আগে। অবশ্য আমাদের বাগানে পিয়াজ লাগানোও হইছে অলরেডি, কয়েক মাসের মধ্যে ফলন পাবো বলে আশা করতেছি।
আমিও সেটাই ভেবে রেখেছিলাম। তবে আজকেই দেখি পেয়াজ আনতে হবে। তবে আমাদের বাজারে দাম কিছুটা সহনশীল। আশা করি বাজারে গিয়ে চোখ কপালে উঠবে না।
সহনশীল না হয়ে আর কোথায় যাবে, পেঁয়াজ তো পচনশীল তাছাড়া একটি নিউজে দেখলাম অলরেডি পেঁয়াজের মধ্যে  কুশি গজানো শুরু করেছে। এখন আর গোডাউনে রেখে লাভ নেই এজন্য ইচ্ছা না থাকা সত্ত্বেও তাদেরকে সহনশীল পর্যায়ে নিয়ে আসতে হচ্ছে।

মহান বিজয় দিবসের শুভেচ্ছা
আজকের এই দিনটি আমাদের জন্য খুবই স্মরণীয় একটি দিন। ৩০ লক্ষ শহীদের প্রাণ ত্যাগের বিনিময়ে আজকে আমাদের এই বাংলাদেশ। তারা যদি দেশের জন্য জীবন না দিত তাহলে আমরা পৃথিবীর বুকে মানচিত্রে বাংলাদেশ নামক দেশ দেখতে পেতাম না। হয়তো আমরা পূর্ব পাকিস্তান বলে আখ্যায়িত হতাম। যারা এই বাংলাদেশের জন্য জীবন দিয়েছে আমি তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাই।
স্বাধীনতার ৫২ বছর যাদের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি পেয়েছে স্বাধীন দেশ। দেশের স্বাধীনতার জন্য জীবন বিলিয়ে দেওয়া বীর শহীদ।সে সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। ৩০ লক্ষ শহীদের প্রাণের বিনিময়ের যে স্বাধীনতা পেয়েছে অবশ্যই আমাদের শেষ স্বাধীনতা রক্ষা করতে হবে।
এনিওয়ে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা -> https://www.facebook.com/permalink.php?story_fbid=333320566138483&id=100083816264101





আচ্ছা ভাই বিটকয়েন এর গ্যাস ফি এত বাড়ার কারণ কি? আমার ট্রাস্ট ওয়ালেটে কিছু পরিমাণে বিটকয়েন ছিল কিন্তু বর্তমানে ফি অত্যধিক পরিমাণে বেশি হওয়ার কারণে ট্রান্সফার করতে পারছি না কোন ওয়েও দেখতে পাচ্ছি না,
প্রথমে বলে নেই ভাই বিটকয়েন কে অন্যান্য আল্ট কয়েনের মতন ভাবলে ভুল করবেন, এখানে কথাটি গ্যাস ফি হবে না ট্রানজেকশন ফি হবে।ফি বৃদ্ধি পাওয়ার কারন জানতে  কয়েন আলাপের এই আর্টিকেলটি পড়ুন-বিটকয়েন এর ফি কেন বৃদ্ধি পায়?
আপনি এক কাজ করেন ট্রাস্ট ওয়ালেটে ডিফল্টভাবে ট্রানজেকশন করা, ট্রানজেকশন ফি হাই দেখাবেই, যখন অন্য ওয়ালেটে ফান্ড ট্রান্সফার করতে নিবেন তখন কাস্টম ফি করে নিবেন সেখানে 32sats/vB সেট করে নিতে পারেন, তবে এখানে একটা সমস্যা যে এটা অনেক সময় 24 ঘন্টারও বেশি সময় নিতে পারে ট্রানজেকশন কনফার্মেশন হওয়ার জন্য তাছাড়া অনেক সময় ট্রানজেকশন এর কনফার্মেশন  ক্যানসেলও হয়ে যেতে পারে।