Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Shishir99
on 17/12/2023, 16:34:05 UTC
এমনটা হওয়ার কারণ হয়তো বিটকয়েনের দাম বাড়লে ট্রান্সফার ফি এর পরিমাণও বেড়ে যায়। আবার যখন বিটকয়েনের দাম কমে তখন বিটকয়েন ট্রান্সফার ফি কমে যায়।

এটা নিয়ে আমাদের এই থ্রেড এ অলরেডি অনেক গুলো পোস্ট আছে মনে হয়। এটা নিয়ে প্রায়ই আলাপ হয়ে থাকে। বিটকয়েনের ফি বাড়ার একটা কারন হতে পারে বিটকয়েনের দাম বৃদ্ধি, আর সব চাইতে বড় কারন হলো মিমপুলে কি পরিমান ট্রানজেকশন এড হচ্ছে এবং প্রতিটা ব্লকে কি পরিমান ট্রানজেকশন এড হচ্ছে। মিমপুলে যতো বেশি পেন্ডিং ট্রানজেকশন থাকবে, মাইনার রা সেখান থেকে বেছে বেছে সব চেয়ে বেশি ফি যেগুলো তে দেয়া হয়েছে, সেই ট্রানজেকশন গুলো ব্লকে এড করবে। হয়তো এটার কোনো অটোমেটেড সিস্টেম আছে, তবে আমার সেটা জানা নাই। মুলত ট্রানজেকশন বেশি হলে সেগুলো কনফার্ম করার জন্যই বেশি ফি প্রদান করতে হয়। আপনি যদি কনফারমেশন টাইম নিয়ে চিন্তা না করেন, তাহলে কম ফি স্পেন্ড করতে পারেন।