এটা নিয়ে আমাদের এই থ্রেড এ অলরেডি অনেক গুলো পোস্ট আছে মনে হয়। এটা নিয়ে প্রায়ই আলাপ হয়ে থাকে। বিটকয়েনের ফি বাড়ার একটা কারন হতে পারে বিটকয়েনের দাম বৃদ্ধি, আর সব চাইতে বড় কারন হলো মিমপুলে কি পরিমান ট্রানজেকশন এড হচ্ছে এবং প্রতিটা ব্লকে কি পরিমান ট্রানজেকশন এড হচ্ছে। মিমপুলে যতো বেশি পেন্ডিং ট্রানজেকশন থাকবে, মাইনার রা সেখান থেকে বেছে বেছে সব চেয়ে বেশি ফি যেগুলো তে দেয়া হয়েছে, সেই ট্রানজেকশন গুলো ব্লকে এড করবে। হয়তো এটার কোনো অটোমেটেড সিস্টেম আছে, তবে আমার সেটা জানা নাই। মুলত ট্রানজেকশন বেশি হলে সেগুলো কনফার্ম করার জন্যই বেশি ফি প্রদান করতে হয়। আপনি যদি কনফারমেশন টাইম নিয়ে চিন্তা না করেন, তাহলে কম ফি স্পেন্ড করতে পারেন।
আচ্ছা ভাই আমি গত বৃহস্পতিবারে রাত্রে বেলায় আমার ব্যক্তিগত প্রয়োজনে টাকার দরকার পরে তাই আমি ট্রাস্ট ওয়ালেট থেকে ৯৫ ডলার বিক্রি করার জন্য এক্সেঞ্জারে ট্রান্সফার করি কিন্তু এখনো কনফার্ম হয় নাই। আমি ৩০ sat দিয়ে কনফার্ম করে দিয়েছিলাম। গতকাল পর্যন্ত পেন্ডিং দেখালো কিন্তু আজকে পেন্ডিং দেখাচ্ছে না। এর কারন কি হতে পারে ক্যানসেল হয়ে গেল নাকি? না কত দিন সময় লাগতে পারে আসতে?
এখন তো মেমপূল একদম ফুল হয়ে আছে। ৩০ সাতোশি করে ট্রানজেকশন ফি দিয়ে আপাতত কনফার্ম হবে না। তবে ফি কখন কমবে সেটাও বলা মুশকিল। আপনার বড় ভুল হলো ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করা। আজকের দিনে ট্রাস্ট ওয়ালেট কে ব্যবহার করে ভাই? ট্রাস্ট ওয়ালেট থেকে আপনি চাইলেও এখন ফী বাম্প করতে পারবেন না। এটাতে আর বি এফ ফিচার নাই। আর বি এফ থাকলে আপনি যেকোন সময় আপনার ইচ্ছা মতো ফী বাম্প করে ট্রানজেকশন কনফার্ম করে নিতে পারতেন। এজন্যই সবাই ইলেক্ট্রাম ওয়ালেট ব্যবহার করার পরামর্শ দেয়।