Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bd officer
on 18/12/2023, 16:40:55 UTC
কম ফি দিতে গিয়ে আজকে এই অবস্থা। জানি না কত দিন যে অপেক্ষা করতে হবে? Angry
আপনি ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করছেন নাকি ইলেকট্রাম? যদি ইলেকট্রাম ব্যবহার করেন তাহলে ক্যান্সেল করতে পারবেন বা রিপ্লেস বাই ফি মেথড ব্যবহার করতে পারবেন।

আর আপনি এইটা কোথায় পাঠিয়েছেন? কোন এক্সচেঞ্জে? যদি আপনার নিয়ন্ত্রণের কোন ওয়ালেট হয় তাহলে আপনি CFPF মেথড ব্যবহার করতে পারবেন।
ভাই আমি ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করেছি, আমি বর্তমানে কুকয়েন এক্সচেঞ্জার ব্যবহার করি। আমি বিটিসি সেল করার জন্য কু কয়েনে পাঠিয়েছিলাম। আচ্ছা ভাই এর কি কোন সমাধান আছে? নাকি শেষ পর্যন্ত অপেক্ষা করে থাকতে হবে।