বিটকয়েন মেম্পুল এবং লেনদেন ফি এর মধ্যে সম্পর্ক কি?
মেমপুল একটা থার্ড পার্টি ওয়েবসাইট যেখানে বিটকয়েনের ট্রানজেকশন লোড দেখা যায়। সোজা বাংলায় ট্রানজেকশনের জন্য নেটওয়ার্কে কি পরিমাণ চাপ পড়তেছে সেটা সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। যদি নেটওয়ার্কে লোড কম থাকে, তখন কম ফি দিয়ে ট্রানজেকশনটি কনফার্ম করায় নিতে পারবেন। বাট যখন দেখবেন অনেক লোড পড়ছে নেটওয়ার্কে তখন ফি বাড়াই নিবেন এইটাই কাজ। যত বেশি ফি বাড়ায় দিবেন তত তাড়াতাড়ি কনফার্ম হয়ে যাবে।
উদাহরণ হিসেবে নিচের ছবিটা দেখেন। যদি আপনার কাছে অনেক সময় থাকে তাহলে মিনিমাম 232 sat/vB দিতেই হবে, নয়তো কনফার্ম হবেনা। তাছাড়া 284 sat/vB অথবা 346 sat/vB ফি দিয়ে কনফার্ম করায় নিতে পারেন। এক্ষেত্রে সময় তুলনামূলক কম লাগবে।
