উদাহরণ হিসেবে নিচের ছবিটা দেখেন। যদি আপনার কাছে অনেক সময় থাকে তাহলে মিনিমাম 232 sat/vB দিয়ে কনফার্ম করায় নিতে পারেন, এক্ষেত্রে সময় অনেক বেশি লাগবে, কয়েক দিন, কয়েক সপ্তাহ ও লাগতে পারে। কিন্তু যদি তাড়া থাকে তাহলে, 284 sat/vB অথবা 346 sat/vB ফি দিয়ে কনফার্ম করায় নিতে পারেন। এক্ষেত্রে সময় তুলনামূলক কম লাগবে।
আমি যত বেশি পরিমাণে sat/vB ফি দিয়ে কনফার্ম করবো তত বেশি পরিমাণে আমার ডলার কেটে নিবে ফি হিসাবে তাইতো।
আমি যদি দ্রুত ট্রানজেকশন করতে চাই তাহলে অবশ্যই এই পরিমাণ ফি দিয়ে ট্রানজেকশন কনফার্ম করতে হবে সেটা বুঝতে পারলাম।
এখন আমি কোন ওয়ালেট গুলোতে এভাবে ট্রানজেকশন ফি সেট করে আমার বিটকয়েন ট্রানজেকশন দ্রুত করতে পারবো সেটা কি ট্রাস্ট ওয়ালেট এ করা যাবে নাকি ইলেকট্রাম ওয়ালেট ব্যবহার করে করতে হবে নাকি মেটামাস্ক ওয়ালেট ব্যবহার করে করা যাবে।