ভাই কিছু মনে কইরেননা, বাট এইবার আপনি আসলেই একটা বলদের মতো কাজ করে বসছেন। ট্রানজেকশন করার সময় একবারও কি মেমপুল চেক করছিলেন? কোন আক্কেলে 30 sat/vB দিলেন। ঐটা তো মিনিমামের ও নিচে। এই মাত্র দেখলাম আজকে মিনিমাম চলে 232 সামথিং। কোথায় 30 আর কোথায় 232। যাই হোক মনে হয়না আপনার সমস্যার কোনো সমাধান আছে আপাততো। পরিবেশ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

ভাই এখানে কিছু মনে করার নাই আসলে একটা বলদার মতো কাজ করে ফেলেছি। ভাই কিছু কিছু ভুল থেকেই কিছু শিক্ষা গ্রহন করা হয়। যা আমি আজকে বুঝতে পারলাম। আমার ভুল মেমপুল চেক করে নেওয়া উচিত ছিলো। যাইহোক একটা শিক্ষা পেলাম ভবিষ্যতে যদি ট্রানজেকশন ফি বেশি চলাকালীন সময় বিটকয়েন ট্রান্সফার করতে চাই অবশ্যই মেমপুল চেক করে নিতে হবে তা না হলে এই রকম অবস্থা হবে। আমার মনে হয় ২০২৩ সালে আর কনফার্ম হবে না, ২০২৪ সালেও অনেক দিন অপেক্ষা করতে হবে মনে হয়।
যাই হোক সবার এলাকায় নির্বাচনের কি অবস্থা? আমার এদিকে অলরেডি মিছিল আরম্ভ হয়ে গেছে।