Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
DYING_S0UL
on 18/12/2023, 17:14:24 UTC
কয়েক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করা তো হয়তো সবার পক্ষে সম্ভব হয়ে ওঠেনা কেননা সবাই হয়তো তাদের আর্জেন্ট দরকারে বিটকয়েন গুলো ট্রান্সফার করে থাকে বা এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে নিয়ে থাকে। আমি যত বেশি পরিমাণে sat/vB ফি দিয়ে কনফার্ম করবো তত বেশি পরিমাণে আমার ডলার কেটে নিবে ফি হিসাবে তাইতো।
আমি যদি দ্রুত ট্রানজেকশন করতে চাই তাহলে অবশ্যই এই পরিমাণ ফি দিয়ে ট্রানজেকশন কনফার্ম করতে হবে সেটা বুঝতে পারলাম।
এখন আমি কোন ওয়ালেট গুলোতে এভাবে ট্রানজেকশন ফি সেট করে আমার বিটকয়েন ট্রানজেকশন দ্রুত করতে পারবো সেটা কি ট্রাস্ট ওয়ালেট এ করা যাবে নাকি ইলেকট্রাম ওয়ালেট ব্যবহার করে করতে হবে নাকি মেটামাস্ক ওয়ালেট ব্যবহার করে করা যাবে।
ভাই ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করলে মারা খাইবেন আপাতত। ভুলেও না, ইলেকট্রাম ইউজ করেন। আর মেটামাস্ক আমি তেমন ব্যবহার করিনি তাই জানিনা, যতোদূর জানি কাস্টম ট্রানজেকশন ফি সেট করে নিতে পারবেন। আর বর্তমানে brc20 ordinal এর কারণে যত দুভোগ চলতেছে। নেটওয়ার্ক ফুল জ্যাম হয়ে আছে। আপনার যদি এই মুহূর্তে টাকার ইমারজেন্সি প্রয়োজন না থাকে, সেক্ষত্রে ট্রানজেকশন না করার পরামর্শ রইলো।

আরেকটা উপায় আছে lightning network, একটু ঘাটাঘাটি করেন বুঝতে পারবেন। আরেকটা কথা, আপনি একা অপেক্ষা করতেছেন না, আমরাও করতেছি আপনার মতো।

ভাই আমি ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করেছি, আমি বর্তমানে কুকয়েন এক্সচেঞ্জার ব্যবহার করি। আমি বিটিসি সেল করার জন্য কু কয়েনে পাঠিয়েছিলাম। আচ্ছা ভাই এর কি কোন সমাধান আছে? নাকি শেষ পর্যন্ত অপেক্ষা করে থাকতে হবে।
ভাই কিছু মনে কইরেননা, বাট এইবার আপনি আসলেই একটা বলদের মতো কাজ করে বসছেন। ট্রানজেকশন করার সময় একবারও কি মেমপুল চেক করছিলেন? কোন আক্কেলে 30 sat/vB দিলেন। ঐটা তো মিনিমামের ও নিচে। এই মাত্র দেখলাম আজকে মিনিমাম চলে 232 সামথিং। কই 32 আর কই 232। যাই হোক মনে হয়না আপনার সমস্যার কোনো সমাধান আছে আপাততো। পরিবেশ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।  Smiley