Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Shishir99
on 19/12/2023, 12:11:46 UTC
আমার মনে হয় ২০২৩ সালে আর কনফার্ম হবে না, ২০২৪ সালেও অনেক দিন অপেক্ষা করতে হবে মনে হয়।

আবারো ভুল করলেন। একটা বিটকয়েন ট্রানজেকশন অনেকদিন অব্দি আন কনফার্মড অবস্থায় থাকলে একসময় সেটা মিমপুল থেকে ড্রপ হয়ে যায় এবং নোডগুলো থেকে সেই ট্রানজেকশন ডিসএপেয়ার হয়ে যায়। তবে এটার কোনো নির্দিষ্ট টাইম আছে বলে আমার জানা নাই। বেশিরভাগ ক্ষেত্রেই ২ সপ্তাহ বা ২০ দিনের ভেতর ট্রানজেকশন টা মিমপুল থেকে ড্রপ করে ফেলে। তারপর সেটা আগের এড্রেস এ চলে যায়। আপনাকে আপনার ট্রানজেকশনের ওপর নজর রাখতে হবে। যদি ১০-১৫ দিন পর দেখেন যে ট্রানজেকশন এখন আর কোনো ব্লক চেইনে দেখাচ্ছে না এবং আপনার ব্যালেন্স ও ক্রেডিট হয়নি, তখন ট্রাষ্ট ওয়ালেটের সাথে যোগাযোগ করবেন। আমার জানা নাই তাদের কাষ্টমার সাপোর্ট আছে কি না। আর থাকলেও কেমন সময় নেয় জানি না। তবে পরবর্তীতে হয়তো মিমপুল চেক করবেন, নয়তো রিপ্লেস বাই ফি আছে এমন ওয়ালেট ব্যাবহার করবেন।