Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
AirtelBuzz
on 21/12/2023, 07:10:19 UTC
অবশ্য আজকের দিনে এসব ব্যাবসা বিলুপ্ত হয়ে গেছে। তবুও গ্রাম অঞ্চলে আছে শুনে অবাক হলাম। প্রায় সব গ্রামেই এখন ইন্টারনেট কানেকশন চলে গেছে। পোলাপাইন এখন অনলাইনেই পর্ণ দেখে। আর অনলাইনে আরো কতো সব এপ্স আছে যেগুলোতে পোলাপাইন আসক্ত হয়ে লেখা পড়া ছেড়ে দিচ্ছে।
হ্যাঁ গ্রাম অঞ্চলে এখনো এই ব্যবসা চালু আছে তবে খুবই অল্প পরিমাণে। আমাদের বাড়ির পাশেই একটা বড় বাজার আছে যেখানে দেখতাম অনেকগুলো কম্পিউটার ঘর আছে যেখানে মেমোরি লোড করা হয়। সে সময় ওইখান থেকে অনেকেই বিভিন্ন কিছু লোড করত এবং মাঝে মাঝে বলতে শুনতাম "ওইগুলা" আছে নাকি। Grin
আমি প্রথমে বুঝতাম না ওই কথাটা দ্বারা কি প্রকাশ করেছে যারা মেমরি লোড করছে হয়তো দোকানদার এবং গ্রাহকদের মধ্যে কানেকশন ছিল ওইটা বোঝার জন্য।
সব সময়ের পরিবর্তনের সাথে সাথে যখন সবার কাছে এন্ড্রয়েড ফোন চলে আসলো বা ব্যবহার করা শুরু করল তখন থেকে আমাদের এখানকার বাজারে মেমরি লোড করার কম্পিউটার দোকান গুলো আস্তে আস্তে বন্ধ হতে শুরু করল। এখন পুরো বাজারে মাত্র একটা কম্পিউটার ঘর রয়েছে তবে এখনো সেখানে অনেক লোকজন বিভিন্ন কিছু লোড করার জন্য আছে হয়তো পর্নোগ্রাফি গুলো লোড করে নিয়ে যায় দেখার জন্য। আমাদের সমাজে অনেক ছোট ছেলেপোলাপাইন পর্নোগ্রাফির জন্য অকালে ঝরে পড়ছে।