অনেক সময় দেখবেন, ট্রাফিক পুলিশ সব কিছু ঠিক থাকার পরেও মামলা দেয়ার জন্য পাগলের মতো ভূল ত্রুটি খুজতে থাকে। যদিও এনারা কোনো টাকা পাবে না মামলা করলে। কেনো এরকম করে? সোজা হিসাব! যতো বেশি মামলা, ততো ভালো রিপোর্ট এবং প্রমোশন বা পুরস্কার পাওয়ার চান্স। মাঝে মধ্যে এচিভমেন্ট দেখানোর জন্য ও অভিযান পরিচালনা করা হতে পারে।
ট্রাফিক পুলিশের এই বিষয়টা আমার কাছে ব্যক্তিগতভাবে একদমই ভালো লাগে না। বিশেষ করে বাইকের চাবি খুলে নেয়ার বিষয়টা। এটা কিন্তু কোনো আইনে বলা নাই যে, চাবি নেয়ার পারমিশন আছে তাদের। চাবি নেয়ার বিষয়টা আমার কাছে এগ্রেসিভ মনে হয়। হ্যা বাইকারদেও দোষ আছে, পুলিশ দেখলেই উল্টো দিকে টান মারে। কিন্তু আইন তো আইনই। যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র ভুলে জন্যও ৫-৭ হাজারের মামলা মেরে বসে সেখানে আবার চাবি খুলে নেয়, বাহ। আরেকটা বিষয় দেখছি, অটো রিকসা এসব কে কোথাও দাড়াতে দেয়না, দাড়ানো দেখলেই মামলা। ঐ চালক ফাইন দিবে নাকি ১০ টাকা ভাড়ার যাত্রি উঠাবে! যাত্রি উঠার টাইমও দিতে চায়না।