Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 23/12/2023, 02:36:51 UTC
ট্রাফিক পুলিশের এই বিষয়টা আমার কাছে ব্যক্তিগতভাবে একদমই ভালো লাগে না। বিশেষ করে বাইকের চাবি খুলে নেয়ার বিষয়টা। এটা কিন্তু কোনো আইনে বলা নাই যে, চাবি নেয়ার পারমিশন আছে তাদের। চাবি নেয়ার বিষয়টা আমার কাছে এগ্রেসিভ মনে হয়। হ্যা বাইকারদেও দোষ আছে, পুলিশ দেখলেই উল্টো দিকে টান মারে। কিন্তু আইন তো আইনই। যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র ভুলে জন্যও ৫-৭ হাজারের মামলা মেরে বসে সেখানে আবার চাবি খুলে নেয়, বাহ।

এটাতো নিশ্চই জানেন যে এখন বাংলাদেশের অনেক পুলিশের নিজেদের ইউটিউব চ্যানেল আছে, ফেইসবুক পেইজ আছে। ওনারা ভিডিও ধারন করে সেগুলো আপলোড করে থাকেন। এক দিক দিয়ে যেমন আইন কানুনের ব্যাপারে মানুষকে সতর্ক করে থাকেন, ওনারা অনেক সময় মানুষদের নানান প্রশ্নের উত্তর দিয়ে থাকেন যা অন্যান্য পুলিশের কাছে জানতে চাইলেও তার কোনো উত্তর পাবেন না। এই ব্যাপারে একজন পুলিশ কনটেন্ট ক্রিয়েটরকে একজন প্রশ্ন করেছিলো যে পুলিশের কি বাইকের চাবি খুলে নেয়ার কোনো অধিকার আছে কি না? এই ব্যাপারে আইন কি বলে?

তো ওনার উত্তর টা ছিলো এরকম যে, আইনে কোথাও বলা নেই যে পুলিশ বাইকের চাবি খুলে নিবে। তবে কাউকে সন্দেহ হলে তাকে আটকানোর জন্য পুলিশ বাইকের চাবি খুলে নিতে পারেন। এর কারন হলো, বাইকার রা পুলিশ দেখলে অনেক সময় বাইক জোরে চালিয়ে বা বাইক উল্টো ঘুরিয়ে জোরে টেনে চলে যায়। তাই, তাদের বাইকের চাবি খুলে নেয়া হয়। এবার বলেন, এটা আপনার কাছে কতটুকু যুক্তিযুক্ত মনে হলো?

আসসালামু আলাইকুম, গত ১৪/১২/২০২৩ তারিখে আমার বাবা হঠাৎ স্টক করে মারা যায়। আজ বাবার মৃত্যুর ৯ম দিন।

আপনার এবং আপনার পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি।
আমল করে আপনার বাবার জন্য দোয়া করুন। ওনার রেখে যাওয়া সকল দেনা পরিশোধ করুন। এবং ওনার পক্ষ হতে দান সাদকা করুন।