অনেক সময় দেখবেন, ট্রাফিক পুলিশ সব কিছু ঠিক থাকার পরেও মামলা দেয়ার জন্য পাগলের মতো ভূল ত্রুটি খুজতে থাকে। যদিও এনারা কোনো টাকা পাবে না মামলা করলে। কেনো এরকম করে? সোজা হিসাব! যতো বেশি মামলা, ততো ভালো রিপোর্ট এবং প্রমোশন বা পুরস্কার পাওয়ার চান্স। মাঝে মধ্যে এচিভমেন্ট দেখানোর জন্য ও অভিযান পরিচালনা করা হতে পারে।
আমার যতটুকো জানা এই সকল ঘটনা বেশি ঘটে মুলত ব্যাক্তিগ আক্রোশ থেকে, আপনার সাথে আমি একমত, একজন বড়ভাই বলেছিল পুলিশ ঘুস খায়না এটা ভুল, কতো লিমিট পার হলে সে ঘুস খাবে এইটা জানা জরুরী কারন এখানে এখানে একটা কাজ কতোক্ষন পর্যন্ত মানুষ না করে থাকতে পারে এটার একটা লিমিট আছে, এরোকম পুলিশ এর মধ্যেও এমন আছে যে বছরে এতগুলা মামলা ছাড়া বেতন বারবেনা, তখন তারা এটা করার জন্যে মরিয়া হয়ে উঠে, আর পুলিশ সপ্তাহের সময় তো কোনো কথাই নাই। আমি নিজেও হ্যানস্তার শিকার হয়েছি।