এটাতো নিশ্চই জানেন যে এখন বাংলাদেশের অনেক পুলিশের নিজেদের ইউটিউব চ্যানেল আছে, ফেইসবুক পেইজ আছে। ওনারা ভিডিও ধারন করে সেগুলো আপলোড করে থাকেন। এক দিক দিয়ে যেমন আইন কানুনের ব্যাপারে মানুষকে সতর্ক করে থাকেন, ওনারা অনেক সময় মানুষদের নানান প্রশ্নের উত্তর দিয়ে থাকেন যা অন্যান্য পুলিশের কাছে জানতে চাইলেও তার কোনো উত্তর পাবেন না। এই ব্যাপারে একজন পুলিশ কনটেন্ট ক্রিয়েটরকে একজন প্রশ্ন করেছিলো যে পুলিশের কি বাইকের চাবি খুলে নেয়ার কোনো অধিকার আছে কি না? এই ব্যাপারে আইন কি বলে?
তো ওনার উত্তর টা ছিলো এরকম যে, আইনে কোথাও বলা নেই যে পুলিশ বাইকের চাবি খুলে নিবে। তবে কাউকে সন্দেহ হলে তাকে আটকানোর জন্য পুলিশ বাইকের চাবি খুলে নিতে পারেন। এর কারন হলো, বাইকার রা পুলিশ দেখলে অনেক সময় বাইক জোরে চালিয়ে বা বাইক উল্টো ঘুরিয়ে জোরে টেনে চলে যায়। তাই, তাদের বাইকের চাবি খুলে নেয়া হয়। এবার বলেন, এটা আপনার কাছে কতটুকু যুক্তিযুক্ত মনে হলো?
আপনি কোন ভিডিওটার কথা বলতেছেন আমি বুঝছি। আমিও দেখছি ভিডিওটা। হ্যা এখানে বাইকারদের দোষ আছে, দোষ যে নাই এমন না। তবে পুলিশও এখানে ১০০% ঠিক না। সত্যি কথা বলতে, অনেক ভালো পুলিশ আছে, আমার নিজেরও এক রিলেটিভ পুলিশ ফোর্সে আছে। কিন্তু এখানে সমস্যাটা হলো ইমেজ নিয়ে। একবার যার ইমেজ খারাপ হয়, তাকে নিয়ে নেগেটিভ চিন্তা হবে এটাই স্বাভাবিক। টান দেয়ার বিষয়টাই ধরেন, এমন অনেকেই আছে, যাদের কাজজপত্র কিন্তু সবই আছে। হয়তো সাথে নাই, বা বাসায় ফেলে আসছে। আর আমাদের মাইনসেটটা এমন হয়ে গেছে যে, পুলিশ দেখলেই মনে করি, এই এইবার খাইছি মামলা। আর এমন না যে কম অংকের মামলা, শুরুই করে ৩ হাজার থেকে। কোনো ভাবে কনসিডারেট ও করেনা। আর এদিকে অনেক পুলিশকেই দেখি, হেলমেট নাই। তারাও মানুষ, আমরাও মানুষ। তাদেরও যেমন ২-১ সময় হেলমেটর কথা মনে থাকেনা, আমাদেরও থাকেনা। পার্থক্য একটাই তারা প্রশাসনের লোক, আর আমরা আমজনতা।
