Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bd officer
on 24/12/2023, 11:37:58 UTC
সমস্যা আসলে অন্য যায়গায়। আজকের দিনের বেশিরভাগ ওলামাগন ডিজিটাল কোনো কারেন্সি সম্পর্কে খোজ খবর রাখেন না। বাইরের কিছু দেশের ওলামারাই এখনো খোজ খবর রাখেন না এসবের ব্যাপারে। একটা ব্যাপারে ফতোয়া দিতে হলে ওনাদেরকে জানতে হবে যে উনি আসলে কিসের ব্যাপারে ফতোয়া দিচ্ছেন। ওনাকে জানতে হবে যে বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টো কারেন্সি কিভাবে কাজ করে। কাজ করার মেকানিজম টা কি। ওনারা যেটুকু জানেন, সেটা হলো, বিটকয়েনের দাম অনেক বাড়ে আবার অনেক কমে। তার মানে এটা জুয়া। এর কারনেই এটাকে জুয়ার সাথে তুলনা করে থাকেন।
ওলামা কেরামগন তো বুঝে না জুয়া একধরনের বিটকয়েনে এক ধরনের। জুয়া এমন আমি আজকে একটা ক্রিকেট বা অন্য কোন বিষয়ে বাজি ধরলাম হেরে গেলে আমার সব যাবে জিতলে যে হারে বাজি ধরবো সেই হারে টাকা পাবো। জুয়া হয় টাকা লাভ হবে না হয় একেবারে সব চলে যাবে।

বিটকয়েন কি এই জুয়ার মধ্যে পড়ে? বিটকয়েনের দাম কম বা বেশি হয়। যারা ২০২১ সালে বিনিয়োগ করেছিলো তারা বর্তমানে লসে আছে, তবে শিগ্রই আশা করা যায় ২০২৫ সালেই লস থেকে লাভ করতে পারবেন। কেউ তো বর্তমানে বিটকয়েনে বিনিয়োগ করে একেবারে জুয়ার মতো লোকসান হওয়ার মতো ঘটনা দেখা যায় নাই। তাইলে কেন ওলামাকেরাম বিটকয়েনে কে জুয়া বলে মনে করে।

আমি বিটকয়েন একটা ব্যবসায়ের মতো মনে করি। কারন ব্যবসায়ে যেমন টাকা দিয়ে পন্য ক্রয় করতে হয়। কম দামে কিনে লাভ হলে বিক্রি করে। সেম বিটকয়েন একটা পন্যর মতো মনে করি, আমরা যারা বিটকয়েনে বিনিয়োগ করি তারা টাকা দিয়ে কিনে রাখি আবার লাভ হলে বিক্রি করে দেই। যাইহোক যখন কিছু কিছু ওলামা কেরাম বিটকয়েন হারাম বলে হয়তো তারাও ভালোভাবে বুঝলে বিটকয়েন আর হারাম মনে করবে না।