আসলে যেসব আলেমগণ বিটকয়েন কে সরাসরি জুয়া বা হারাম বলে আখ্যা দিতেছে তাদের আবারো ভাবা উচিত কারণ কোন কিছুকে হারাম বলার পূর্বে শক্ত দলিলাদি লাগে তার পূর্বে কখনো হারাম ঘোষণা দেওয়া যায় না।
ঠিক বলেছেন, আমি মিজানুর রহমান আজহারী ওয়াজে শুনেছিলাম তিনি বলেছিলেন, কোন কিছু যদি আপনি না জানের এইটা হারাম না হালাল। আপনি সেই জিনিস সরাসরি হালাল বলতে পারবেন, হারাম বললে দলিল প্রমান দেওয়া লাগবে। আর কিছু ওলামায়েকেরাম বুঝে না বুঝে হারাম বলে ফেলে তারা কি প্রমান দিতে পারবে? বর্তমানে আমাদের দেশে হুজুরদের মনে এত হিংসা, এক হুজুরে অন্য হুজুরের দুর্নাম করে বেড়াচ্ছে। একজনে এক ফতুয়া দিচ্ছে আরেক জনে আরেক ফতুয়া দিচ্ছে।
একটা প্ল্যান আমার মাথায় অনেক আগে থেকেই ঘুড়পাক খাচ্ছে। কিন্তু যেহেতু বাংলাদেশে বিটকয়েন ব্যান, তাই সাহস পাচ্ছি না। আমি চাচ্ছিলাম একটা এক্সচেন্জ খুলে ফেলতে। যেখানে ক্রিপ্টোকারেন্সি বাই সেল করা যাবে। আবার পাইওনিয়ার, ওয়েবমানি, নেটেলার, স্ক্রিল, পারফেক্ট মানি বাই সেল করা যাবে। আমি এদিকে সাহস করতে পারছি না। তবে এই ধরনের অনেক ওয়েবসাইট অলরেডি রানিং আছে। আরবিট্রেজ বাই সেল এর ভাবনা ছিলো মাথায়। কিন্তু তার জন্য বাংলাদেশের বাইরে কেউ থাকে এরকম বিশ্বস্ত লোকজন দরকার যারা এসব বুঝে।
আমার বিভিন্ন দেশে বন্ধু আছে ঠিকই, তবে তারা এসব ব্যাপারে তেমন বুঝে না। আমি কোথাও একবার পড়েছিলাম যে একটা এক্সচেন্জ এর উত্থান হয়েছিলো মূলত আরবিট্রেজ ট্রেডিং করে। জাপানে বিটকয়েনের দাম আমেরিকার থেকে কম ছিলো। লাভের পরিমান খুবই কম ছিলো। তবে বড় বড় ব্যাবসার আসল লাভ মূলত ১০ পয়সা ১৫ থেকেই। আপনারাও আমাকে কিছু বুদ্ধি দেন দেখি।
আমি এই বিষয়ে খুব ভালো করে বুঝতে পারি নাই যে, আপনি কি ধরনের এক্সচেঞ্জ খুলতে যাচ্ছেন। ভাই আপনি ক্রিপ্টোকারেন্সি বাই/সেল করার জন্য এক্সেঞ্জার খুলতে যাচ্ছেন, এই এক্সেচেঞ্জারে আমরা কু-কয়েন বা বাইন্যান্স এর মত P2P লেনদেন করতে পারবো। আমি যতদুর বুঝেছি, সেই অনুযায়ী কয়েকটি প্রশ্ন করি। আচ্ছা ভাই আপনি যে এক্সেচেঞ্জারের কথা বলছেন সেই এক্সেচেঞ্জে কি KYC করার প্রয়োজন পড়বে? এই এক্সেচেঞ্জার কে নিয়ন্ত্রণ করবে? আমরা কি কু-কয়েন বা বাইন্যান্স এর মতো সুবিধা পাবো? যদি ভালো হয়, আমাদের উপকারে আসে তাহলে খুলে ফেলতে পারেন।