কোট
ভাই বিষয়টা যদি একটু ক্লিয়ার করে বলতেন! আমার এখনো বুঝতে সমস্যা হচ্ছে। আর আপনি যেমন লোক খুজতেছেন তেমন লোক পাবেনও বা কই। হয়তো ফোরামে পোস্ট করে আইডিয়া নেয়া যেতে পারে। তবে দেশের ভিতরে ক্রিপ্টো রিলেটেড কোনো কিছুর সাথে না জড়ানোই আমি বেটার মনে করি।
তাড়াতাড়ি প্লাটিলেট চেক দিয়ে ফেলেন, যদিও আবহাওয়া পরিবর্তনের কারণেও বেশিরভাগ মানুষেরই জ্বর ঠান্ডা লাগতেছে তারপরও আমি মনে করি সতর্ক আগে থেকেই থাকা উচিত মাঝখানে আমারও ডেঙ্গু হয়েছিল, সেই অবস্থার কথা আর নয় আমার সবকিছু ডাউনফলে ফেলে দিয়েছিল এই ডেঙ্গু। প্লাটিলেট বেশি কমে গেলে ডাক্তার অবশ্যই আপনাকে স্যালাইন দিতে বলবে। মানে শেষপর্যন্ত হসপিটালে ভর্তি হতে হবে, তাই আগেভাগে চেক করিয়ে ফেলেন।
ঠিক আছি ভাই ধন্যবাদ। আসলে আমার রাত করে বাড়ি ফেরা হয় আর বাসে করে যাই আসিতো তাই হয়তো কোনোভাবে এই ঠান্ডা জ্বর লাগছে, ঐ সিজোনাল ব্যাপারস্যাপার। জ্বর অবশ্য কমে গেছে বাট ঠান্ডা এখনো আছে।