Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
DYING_S0UL
on 25/12/2023, 19:43:42 UTC
রুশ ওলামা কাউন্সিল ক্রিপ্টোকারেন্সি ইসলাম ধর্মে হালাল বলেছেন
যাইহোক এখনো কিছু কিছু ওলামা কেরাম ক্রিপ্টোকারেন্সি কে জুয়ার সাথে তুলনা করে এখনো হারাম বলে আখ্যায়িত করেছেন। এই ক্রিপ্টোকারেন্সি বিষয়ে আমি যতটা জানি হাদিসে কোন কিছু লেখা হয় নাই। তাই ইসলামী বড় বড় ওলামাকেরাম যে ফতুয়া দিবেন, ইসলামী অনেক বড় বড় সংগঠন রয়েছেন তারা ইসলামের নিয়ম অনুযায়ী যে ব্যাখ্যা দিবেন তাই আমাদের মেনে নিতে হবে।
সত্যি কথা বলতে ভাই কেউই এ বিষয়ে পাকাপোক্ত কিছু বলতে পারেনা বা বলার  এবিলিটি রাখেনা। একটা জিনিস নিয়ে মন্তব্য করতে হলে সে জিনিসটাকে আগে জানতে হয় বুঝতে হয়। আমি আপনি আমরা, এতদিন ধরে ক্রিপ্টোর সাথে জড়িত তারপরেও এখনো ক্রিপ্টোর অনেক কিছু জানিনা, পারিনা, বুঝিনা। আর এদিকে দেশি ওলামাকেরামরা যারা ক্রিপ্টোর ক ও জানেনা তারা ফতুয়া দেয়া শুরু করে। মানে সিরিয়াসলি। মানে কজন হুজুরকেই দেখছেন যাদের ক্রিপ্টো নিয়ে বিস্তর ধারনা আছে? হয়তো ডেফিনেশন জানে, ইন্টারনেটের টাকা ডিজিটাল টাকা এই। ব্যবহারের দিক দিয়ে কাগজি টাকা আর ক্রিপ্টোর মাঝে কোনো ফারাক দেখিনা আমি। দুইটাই সম্পদ। ক্রিপ্টোকে জুয়ার সাথে তুলনা এটা মানতে নারাজ আমি। ২-৪ টা হাদিস (আসল) পাইলে, মেনশন কইরেন!  Wink