Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bd officer
on 25/12/2023, 23:17:26 UTC
২-৪ টা হাদিস (আসল) পাইলে, মেনশন কইরেন!  Wink
ভাই এই বিষয়ে যদি হাদিসে সরাসরি উল্লেখ থাকতো তাইলে তো আর একদল হুজুরে হারাম বলতো না, আবার আরেক দল হুজুরে জায়েজ বলতো না। যাইহোক অবশ্যই বিটকয়েন যেহেতু বিশ্বব্যাপী মাঝে ছড়িয়ে পড়ছে, আলেমগন আরো বেশি গবেষণা করবে, তখন তারা বুঝতে পারবে আসলে বিষয়টি কী।

আমাদের দেশের হুজুরেরা কি এই ক্রিপ্টো নিয়ে এত গবেষণা করে? অবশ্যই করে না কারন আমাদের দেশে এটা অবৈধ। আমাদের দেশে যখন বৈধ হবে, তখন দেখবেন আলেমরা আরো ভালোভাবে এই বিষয়ে বোঝার চেষ্টা করবে।