Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 26/12/2023, 00:39:05 UTC
আমি এই বিষয়ে খুব ভালো করে বুঝতে পারি নাই যে, আপনি কি ধরনের এক্সচেঞ্জ খুলতে যাচ্ছেন। ভাই আপনি ক্রিপ্টোকারেন্সি বাই/সেল করার জন্য এক্সেঞ্জার খুলতে যাচ্ছেন, এই এক্সেচেঞ্জারে আমরা কু-কয়েন বা বাইন্যান্স এর মত P2P লেনদেন করতে পারবো। আমি যতদুর বুঝেছি, সেই অনুযায়ী কয়েকটি প্রশ্ন করি। আচ্ছা ভাই আপনি যে এক্সেচেঞ্জারের কথা বলছেন সেই এক্সেচেঞ্জে কি KYC করার প্রয়োজন পড়বে? এই এক্সেচেঞ্জার কে নিয়ন্ত্রণ করবে? আমরা কি কু-কয়েন বা বাইন্যান্স এর মতো সুবিধা পাবো? যদি ভালো হয়, আমাদের উপকারে আসে তাহলে খুলে ফেলতে পারেন।

ভাই, বাইন্যান্স বা কু কয়েন এর মতো এক্সচেঞ্জ খোলা এতো সহজ না। আমার মতো প্রোগ্রামিং না জানা লোক এই ধরনের এক্সচেঞ্জ অপারেট করতে গেলে সব ক্ষেত্রে লোক ভাড়া করে কাজ করানো লাগবে। আর দুনিয়ার সব জিনিস দিয়ে মানুষ কে বিশ্বাস করা যায় না। আজ অব্দি যতগুলো স্টার্ট আপ দেখেছেন, খেয়াল করে দেখবেন এদের সবাই প্রোগ্রামিং করে নিজেরাই কোড করে তাদের প্ল্যাটফর্ম দাড় করিয়েছে। আমি যেটা করতে চাচ্ছিলাম, একটা ইন্সটান্ট এক্সচেঞ্জ খুলতে চাচ্ছিলাম। যেখানে একমাত্র আমার ওয়েবসাইটে আমি নিজেই ক্রেতা এবং যখন কোনো ইউজার কিনতে চাইবে, তখন আমি একাই বিক্রেতা। গুগলে বিটকয়েন টু বিকাশ লিখে সার্চ করলে অনেক গুলো ওয়েবসাইটের লিংক পাবেন। কষ্টের ব্যাপার হলো এদের বেশিরভাগেরই রেপুটেশন অত্যান্ত খারাপ। প্রথম প্রথম ছোট ট্রাঞ্জেকশন করে গ্রাহকদের বিশ্বাস অর্জন করে, তারপর বড় এমাউন্ট স্ক্যাম করে দেয়। যদিও বাইনান্স পি টু পির যুগে এসব এক্সচেঞ্জ চালানো খুবই কঠিন ব্যাপার।