Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Negotiation
on 26/12/2023, 02:39:12 UTC
ভাই, বাইন্যান্স বা কু কয়েন এর মতো এক্সচেঞ্জ খোলা এতো সহজ না। আমার মতো প্রোগ্রামিং না জানা লোক এই ধরনের এক্সচেঞ্জ অপারেট করতে গেলে সব ক্ষেত্রে লোক ভাড়া করে কাজ করানো লাগবে। আর দুনিয়ার সব জিনিস দিয়ে মানুষ কে বিশ্বাস করা যায় না। আজ অব্দি যতগুলো স্টার্ট আপ দেখেছেন, খেয়াল করে দেখবেন এদের সবাই প্রোগ্রামিং করে নিজেরাই কোড করে তাদের প্ল্যাটফর্ম দাড় করিয়েছে। আমি যেটা করতে চাচ্ছিলাম, একটা ইন্সটান্ট এক্সচেঞ্জ খুলতে চাচ্ছিলাম। যেখানে একমাত্র আমার ওয়েবসাইটে আমি নিজেই ক্রেতা এবং যখন কোনো ইউজার কিনতে চাইবে, তখন আমি একাই বিক্রেতা।

গুগলে বিটকয়েন টু বিকাশ লিখে সার্চ করলে অনেক গুলো ওয়েবসাইটের লিংক পাবেন। কষ্টের ব্যাপার হলো এদের বেশিরভাগেরই রেপুটেশন অত্যান্ত খারাপ। প্রথম প্রথম ছোট ট্রাঞ্জেকশন করে গ্রাহকদের বিশ্বাস অর্জন করে, তারপর বড় এমাউন্ট স্ক্যাম করে দেয়। যদিও বাইনান্স পি টু পির যুগে এসব এক্সচেঞ্জ চালানো খুবই কঠিন ব্যাপার।

ভাই আপনি যা করতে  চাচ্ছেন তা অবশ্যই ভালো সবার জন্যে, কিন্তু দেশের বাইরে এমন মানুষ পাওয়া অনেক কঠিন। আমি ফরামে জয়েন করার আগে বেশ কিছু সাইটে কাজ করতাম সেখান থেকেই বিটকয়েন নিয়ে জানতাম, তখন কয়েনবেজ এ পেমেন্ট দিতো, ১৫-২০টা সাইটে কাজ করলে সারাদিনে $২ ডলারের মতো আসতো, তখন একা ছিলাম অনেক মজা হইতো।

তখনকার ভালো ভালো কয়েকটা সাইট ছিল যেখানে ১ ডলার ও বিক্রি করা যেতো, অনেকেই প্রতিহিংশার কারনে সাইট বন্ধ করে দিয়েছে আবার অনেকে স্ক্যাম করেছে, আবার অনেকে জেল পর্জন্ত খেটে বের হইছে, এইসব মানুষদের সাথে অনেক ভালো সম্পর্ক ছিলো সেই সময়, যারা একটু ভালো কিছু করছিলো তাদেরকে হয় মেয়ে দিয়ে ফাসাইছে নাহয় পুলিশি ঝামেলাতে ফেলছে। এগুলো আমি খুব কাছ থেকে দেখেছি। এইসব কারনে আমি  নিজেও অনেকবার ফরামে ইনএ্যক্টিভ হয়েছি ।

আর আপনে বাইনান্স পি টু পির কথা যদি বলেন, এখানে লেনদেন করার কারনে আমার সাথে আগে কাজ করতো মাইক্রোস্টোক সাইট গুলোতে, তাদের ১০জন এর উপরে যাদেরকে আমি খুব ভালোভাবে দীর্ঘদিন ধরে চিনিতাম তারা এই বাইনান্স পি টু পির এর কবলে সবাই জেলে আছে এখন। এগুলো সব গতো ৩-৪ মাসে ঘটে যাওয়া ঘঠনা। আমারো ভয় হয় মাঝে মাঝে।

দুইদিন আগে বাংলাদেশের অন্যতম "ব্রাক ব্যাংক" তাদের গ্রাহকদেরকে জানাইছে দেশের বাইরে থেকে কোনো উইথড্র দিতে পারবেনা কেউ, মানে সরকার আসলেই একটা বেকাইদাতে আছে বর্ত্মানে।

আমার মতামত হচ্ছে বাংলাদেশে যদি কখোনো বৈধ হয় বা লেন্দেন বৈধ করে তখন আপনার এই পরিকল্পনা কাজে লাগায়েন, এখন নিজের নিরাপত্তার জন্যে হলেও মাথা থেকে এগুলো বের করে ফেলেন।