গুগলে বিটকয়েন টু বিকাশ লিখে সার্চ করলে অনেক গুলো ওয়েবসাইটের লিংক পাবেন। কষ্টের ব্যাপার হলো এদের বেশিরভাগেরই রেপুটেশন অত্যান্ত খারাপ। প্রথম প্রথম ছোট ট্রাঞ্জেকশন করে গ্রাহকদের বিশ্বাস অর্জন করে, তারপর বড় এমাউন্ট স্ক্যাম করে দেয়।
ভাই এসব দেশি সাইট আগে অনেক ব্যবহার করছি। ২ দিন ৪ দিন ভালো চলে, তারপর স্ক্যাম করে চলে যায়। আর বেশিরভাগেরই ফ্যাউল কাস্টমার কেয়ার। আপনার আইডিয়া ভালো তবে এটা কাজে লাগানোর জন্য দক্ষ জনবল প্রয়োজন, সেটা কই পাবেন? আইডিয়া আছে কোনো। এর থেকে বেটার হয় ফোরামেই বেচা কেনা করেন। মানে শুধু দেশি না বিদেশি সকল কারেন্সি। এমন একটা সার্ভিস খুলতে পারেন (জাস্ট এ সাজেশন/ওপিনিয়ন)। আর যেহেতু ক্রিপ্টো ব্যান তাই এ রিলেটড সার্ভিস থেকে আমি দূরে থাকতাম, যদি আপনার জায়গায় থাকতাম।