শুধুমাত্র এই চিন্তা করেই আজ অব্দি এই সার্ভিস খোলার সাহস করি নাই। যদিও এখন বাইনান্স অনেক বেশি জনপ্রিয় একতা প্ল্যাটফর্ম অন্তত ক্রিপ্টো কারেন্সি বাই সেল করার জন্য, তবুও অনেকের অন্যান্য কারেন্সির ডলার বাইসেল করার জন্য দেখি ফেসবুক গ্রুপে পোস্ট করে। আর এতে করে অনেকেই স্ক্যাম এর মধ্যে পরে যায়। যদিও কিছু ওয়েবসাইট আছে এসব ডলার বাই সেল করার জন্য, তারাও প্রথম কিছুদিন লেনদেন করে মানুষের আস্থা অর্জন করার পর বড় এমাউন্ট হাতে আসলেই স্ক্যাম করে বসে থাকে। এই ক্ষেত্রে ভিকটিমের কিছুই করার থাকে না। ক্রিপ্টোকারেন্সি তে প্রতারিত হলে বাংলাদেশে এর কোনো আইনি প্রতিকার আপাতত নেই। আইনের আশ্রয় নিতে গেলে উলটো আপনি নিজেই ফেসে যাবেন। ফোরামে কেনা বেচা শুরু করবো ভেবেছিলাম অনেকবারই। তবে, গ্রাহক পাবো কি না, সেই চিন্তা থেকে আর করা হয়ে ওঠে নাই।
আপনার আইডিয়াটা সুন্দর হয়েছে কিন্তু এর সাথে নতুন কিছু যোগ করতে হবে কারণ যে সার্ভিস নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন এই সার্ভিস নিয়ে অলরেডি অনেক বড় বড় কম্পিটেটর মার্কেটে লড়াই করতেছে। এই ক্ষেত্রে নতুন এই ধরনের সার্ভিস চালু করলে অবশ্যই নতুন কিছু সংযুক্ত করতেই হবে মজার কথা হলো আমারও একচেঞ্জার রিলেটেড কাজ করা ইচ্ছা রয়েছে কিন্তু এই ইচ্ছায় হাত দিতেছি না কারণ বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সি অবৈধ আর এই ধরনের সার্ভিস চালু করতে হলে আপনার এনোনিমাস থাকা পসিবল হবে না।
তাছাড়া ফোরামে কেনাবেচার আইডিয়া চালু করে রাখতে পারেন তবে আমার মনে হয় না তেমন সাড়া পাবেন লিটল মাউস ভাই চালু করেছিলেন কিন্তু বাইনান্স এর পিটুপি সার্ভিস আসার পরে তার সেটি বন্ধ করতে হয়েছে সাড়া না পাওয়ার কারণে, তাছাড়া ওই যে একটা রিস্ক থেকে থাকে ইনফরমেশন ফোরামের মানুষের কাছে চলে যাবে আর বিশেষ করে ফোরামের আমরা বাঙালিরা সময় অসময়ে অনেক সময় ভালো রকমের গুটিবাজ হই তাই রিস্ক আমি এজন্য নেইনি।
মেইন কথা আপনাকে অনুৎসাহিত করা আমার উদ্দেশ্য নয় কিন্তু আপনার অবস্থানে আমি থেকে কথাগুলো বললাম এগুলোর চিন্তা আমার মাথায় মাঝেমধ্যে আসে কিন্তু আমাদের মেইন প্রতিবন্ধকতার কারণে কোন টিকেই রূপান্তরিত করতে পারছি না।
