গুগলে বিটকয়েন টু বিকাশ লিখে সার্চ করলে অনেক গুলো ওয়েবসাইটের লিংক পাবেন। কষ্টের ব্যাপার হলো এদের বেশিরভাগেরই রেপুটেশন অত্যান্ত খারাপ। প্রথম প্রথম ছোট ট্রাঞ্জেকশন করে গ্রাহকদের বিশ্বাস অর্জন করে, তারপর বড় এমাউন্ট স্ক্যাম করে দেয়।
ভাই এসব দেশি সাইট আগে অনেক ব্যবহার করছি। ২ দিন ৪ দিন ভালো চলে, তারপর স্ক্যাম করে চলে যায়। আর বেশিরভাগেরই ফ্যাউল কাস্টমার কেয়ার। আপনার আইডিয়া ভালো তবে এটা কাজে লাগানোর জন্য দক্ষ জনবল প্রয়োজন, সেটা কই পাবেন? আইডিয়া আছে কোনো। এর থেকে বেটার হয় ফোরামেই বেচা কেনা করেন। মানে শুধু দেশি না বিদেশি সকল কারেন্সি। এমন একটা সার্ভিস খুলতে পারেন (জাস্ট এ সাজেশন/ওপিনিয়ন)। আর যেহেতু ক্রিপ্টো ব্যান তাই এ রিলেটড সার্ভিস থেকে আমি দূরে থাকতাম, যদি আপনার জায়গায় থাকতাম।
শুধুমাত্র এই চিন্তা করেই আজ অব্দি এই সার্ভিস খোলার সাহস করি নাই। যদিও এখন বাইনান্স অনেক বেশি জনপ্রিয় একতা প্ল্যাটফর্ম অন্তত ক্রিপ্টো কারেন্সি বাই সেল করার জন্য, তবুও অনেকের অন্যান্য কারেন্সির ডলার বাইসেল করার জন্য দেখি ফেসবুক গ্রুপে পোস্ট করে। আর এতে করে অনেকেই স্ক্যাম এর মধ্যে পরে যায়। যদিও কিছু ওয়েবসাইট আছে এসব ডলার বাই সেল করার জন্য, তারাও প্রথম কিছুদিন লেনদেন করে মানুষের আস্থা অর্জন করার পর বড় এমাউন্ট হাতে আসলেই স্ক্যাম করে বসে থাকে। এই ক্ষেত্রে ভিকটিমের কিছুই করার থাকে না। ক্রিপ্টোকারেন্সি তে প্রতারিত হলে বাংলাদেশে এর কোনো আইনি প্রতিকার আপাতত নেই। আইনের আশ্রয় নিতে গেলে উলটো আপনি নিজেই ফেসে যাবেন। ফোরামে কেনা বেচা শুরু করবো ভেবেছিলাম অনেকবারই। তবে, গ্রাহক পাবো কি না, সেই চিন্তা থেকে আর করা হয়ে ওঠে নাই।