মেইন কথা আপনাকে অনুৎসাহিত করা আমার উদ্দেশ্য নয় কিন্তু আপনার অবস্থানে আমি থেকে কথাগুলো বললাম এগুলোর চিন্তা আমার মাথায় মাঝেমধ্যে আসে কিন্তু আমাদের মেইন প্রতিবন্ধকতার কারণে কোন টিকেই রূপান্তরিত করতে পারছি না।

এক্সচেঞ্জ এর ব্যাবসা করতে গেলে নিজের আইডেন্টিটি হাইড রাখা কঠিন একটা ব্যাপার হবে। এটা সত্তিই বলেছেন। তবে আমি যদি অন্য কারো নামে ব্যাংক একাউন্ট, বিকাশ, নগদ খুলে নিয়ে করতে পারতাম, সেই ক্ষেত্রে ভালো হতো। সত্যি বলতে কিছু টাকা খরচ করলে এগুলো ও করা সম্ভব। তবে, আমার জন্য নিরীহ কেউ ফেসে যাক, সেটাও চাইবো না। ফেইসবুকের কিছু গ্রুপে দেখলাম বিকাশ মার্চেন্ট একাউন্ট সেল করছে যেগুলোর মাধ্যমে পেমেন্ট গ্রহন করা যাবে। তবে সেগুলো কতোটুকু ট্রাস্টেড, সেই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। আর প্রাইভেসির যে ব্যাপার টা, আমি যখন ব্যাংক এ টাকা পাঠাবো, তখন আমার রিয়েল নাম, একাউন্ট নম্বর থেকে শুরু করে সব তথ্য সেখানে থাকবে। যা আসলেই চিন্তার ব্যাপার। এসব চিন্তা মাথায় আসলে বিজনেস এর চিন্তা ম্থা থেকে উরে যায়। কিছুদিন আগে একটা ক্যাসিনো থেকে তাদের পেমেন্ট পার্টনার হওয়ার মতো একটা সুযোগ এসেছিলো, তবে এদের সাথে বেধে গেলে ভবিষ্যৎ খুবই খারাপ হবে, এই কথা চিন্তা করে আর তাদের সাথে জয়েন করিনি। যেখানেই যাই, সেখানেই ঝামেলা।