Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bd officer
on 28/12/2023, 09:34:15 UTC
প্রশ্নঃ
ডিজিটাল কারেন্সি (বিটকয়েন) নামে পরিচিত তার ব্যবহার সম্পর্কে আপনার সম্মানিত মতামত কী? এটা কি জায়েজ? এবং এর উপর কি যাকাত ফরয।
যারা বিটকয়েন ভালো ভাবে বুঝবে তারা কখনোই বিটকয়েন হারাম বলবে না। যাকাত নিয়ে আমি এতটা কখনো জানার চেষ্টা করি নাই, যে বিটকয়েনের উপর যাকাত ফরজ কিনা। যেহেতু বিটকয়েন একটি ডিজিটাল মুদ্রা আমি সঠিক জানি না, তবে আমার মনে হয় বিটকয়েনের উপর অবশ্যই যাকাত দিতে হবে। টাকা পয়সার ও সম্পদের উপর যেভাবে যাকাত দিতে হয়, ঠিক তেমনি মনে হয় বিটকয়েনে উপর যাকাত দিতে হবে।

বিটকয়েনের উপর যাকাত যদি ফরজ হয় তাইলে তো আমার অনেক সময় হিসেব নিকাশ করতে গেলে সমস্যা পরে যেতে হবে। যেমন বিটকয়েনের দাম সব সময় কম বেশি হয়ে থাকে  আবার দেখা যায় সপ্তাহের শুরুতে ৪০ হাজার আবার শেষে ৪৪ হাজারে রয়েছে। যাকাত সম্পর্কে আপনাদের কি মনে হয়? কিভাবে বিটকয়েনের উপর যাকাত দিতে হবে?