বিকাশে অটোমেটেড পেমেন্ট কিভাবে কাজ করে? অনেক পেমেন্ট প্রসেসর আছে যেগুলো আপনাকে পেমেন্ট প্রসেস (গ্রহণ, পাঠানো) করতে সহায়তা করবে। তারা ক্যাসিনোর সাথে কাজ করে। সেগুলো কিভাবে কাজ করে কিংবা কি ধরনের ডকুমেন্ট তারা চায় সেটা খতিয়ে দেখতে পারেন। আমার খুব বেশি ধারনা নাই। সম্প্রতি দেখলাম কয়েনস.গেম বিকাশ নগদে অটোমেটেড পেমেন্ট প্রসেস করছে যদিও তারা শুধু ডিপোজিটের সময়ই এইটা ব্যবহার করে থাকে।
ভাই পেমেন্ট প্রসেসর বিষয়টা প্রথম শুনলাম, এর আগে শুধু পেমেন্ট গেটওয়ে ঘাটাঘাটি করা হয়েছে গিটহাবে ফ্রি ফ্রি পেমেন্ট গেটওয়ে রয়েছে তাছাড়া BTTPay, Stripe, SSLCOMMERZ এইসব গেটওয়ে সম্পর্কে হালকা ধারণা রয়েছে। আসলে পেমেন্ট প্রসেসরটা কিভাবে কাজ করে এখানে কি মাল্টিপল পেমেন্ট অপশন থাকে যেখানে আমরা গেটওয়েতে শুধু একটি পেমেন্ট অপশন ছাড়া আর উপায় নাই।
তাছাড়া ভাই বাংলাদেশে ব্যবহার উপযোগী এমন কিছু পেমেন্ট প্রসেসর এর সাজেস্ট করলে কোন কোনটার নাম আপনার থেকে পাওয়া যাবে?
যেহেতু আমি মাদ্রাসায় পড়াশোনা করিনি তাই আমার তেমন একটা ধারণা নেই যাকাত কিভাবে বন্টন করে।
স্বর্ণের এবং রুপার দাম ওঠানামা করে বর্তমান বাজারে। আমার মনে হয় যখন আপনি যাকাত দেবেন তখন বাজারে কি পরিমাণ মুল্য আছে স্বর্ণের ও রুপার ওই অনুযায়ী আপনি আপনার যাকাতের টাকা হিসাব করেন।
ঠিক তেমনি বিটকয়েনের বাজার উঠানামা করে। আপনি যখন যাকাতের হিসাব করবেন তখন বর্তমান বাজার কি রকম আছে সেই হিসেবে যাকাতের টাকা হিসাব করাটাই সবচেয়ে ভালো হয়।
অভিজ্ঞ ভাইয়েরা, যাদের কোরআন ও হাদীসের সম্পর্কে বিস্তর ধারণা আছে কেউ যদি থেকে থাকেন তাহলে অবশ্যই আমাদের এটা সম্পর্কে জানাবেন।
ধন্যবাদ সবাইকে।
বিটকয়েন হোক, বা টাকা হোক যাকাত বন্টন এর হিসাব একদম সহজ, আপনি যদি
নিসাব পরিমান সম্পত্তির মালিক হন তাহলে আপনার উপর যাকাত ফরজ আর যাকাত দিতে হবে ওই সম্পদের 40 ভাগের ১ ভাগ আরো সহজ ভাষায় বলতে গেলে ২.৫% পার্সেন্ট।
এখানে সহজ হিসাব বর্তমানে বিটকয়েনের মূল্য যদি ধরি ৪৪০০০$ তাহলে এর ২.৫% হবে ১১০০$ আর এই পরিমাণ যাকাত দিতে হবে। আর আপনার যদি নিসাব পরিমান সম্পদ থাকে তাহলে সেটা হোক বিটকয়েন, স্বর্ণ বা অন্য কোনো এসেট মুসলমান হিসেবে আপনার উপর যাকাত ফরজ হয়ে যাবে।