মেইন কথা আপনাকে অনুৎসাহিত করা আমার উদ্দেশ্য নয় কিন্তু আপনার অবস্থানে আমি থেকে কথাগুলো বললাম এগুলোর চিন্তা আমার মাথায় মাঝেমধ্যে আসে কিন্তু আমাদের মেইন প্রতিবন্ধকতার কারণে কোন টিকেই রূপান্তরিত করতে পারছি না।

এক্সচেঞ্জ এর ব্যাবসা করতে গেলে নিজের আইডেন্টিটি হাইড রাখা কঠিন একটা ব্যাপার হবে। এটা সত্তিই বলেছেন।
বিকাশে অটোমেটেড পেমেন্ট কিভাবে কাজ করে? অনেক পেমেন্ট প্রসেসর আছে যেগুলো আপনাকে পেমেন্ট প্রসেস (গ্রহণ, পাঠানো) করতে সহায়তা করবে। তারা ক্যাসিনোর সাথে কাজ করে। সেগুলো কিভাবে কাজ করে কিংবা কি ধরনের ডকুমেন্ট তারা চায় সেটা খতিয়ে দেখতে পারেন। আমার খুব বেশি ধারনা নাই। সম্প্রতি দেখলাম কয়েনস.গেম বিকাশ নগদে অটোমেটেড পেমেন্ট প্রসেস করছে যদিও তারা শুধু ডিপোজিটের সময়ই এইটা ব্যবহার করে থাকে।